ফেঞ্চুগঞ্জে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধ নিহত : চালকসহ আটক ৩

প্রকাশিত: ৩:২৫ অপরাহ্ণ, মে ২২, ২০১৯

নিজস্ব প্রতিবেদন
সিলেটের ফেঞ্চুগঞ্জে সড়ক দুর্ঘটনায় এক বৃদ্ধ নিহত হওয়ার খবর পাওয়া গেছে। বুধবার দুপুরের দিকে এ ঘটনা ঘটে। নিহত বৃদ্ধের নাম প্রাণেশ চন্দ্র দাস (৬৫)। তিনি উপজেলার সালেহপুর গ্রামের বাসিন্দা। তিনি পালবাড়ি এলাকায় একটি গাড়ির ধাক্কায় নিহত হয়েছেন মর্মে স্থানীয় সংবাদ জানিয়েছে।

জানা গেছে, টেলিযোগাযোগ কাজে নিয়োজিত ‘ইনফো সরকার’ নামের একটি কোম্পানির গাড়ি প্রাণেশ চন্দ্র দাসকে চাপা দেয়।পরে ওই গাড়িতে থাকা লোকজন প্রাণেশকে ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ সময় প্রাণেশকে নিয়ে যাওয়া গাড়িচাকল ও আরো তিন লোক চিকিৎসককে জানায়, সড়কে প্রাণেশকে পড়ে থাকতে দেখে তারা হাসপাতালে নিয়ে এসেছে। তাদের কথাবার্তায় সন্দেহ হলে কর্তব্যরত চিকিৎসক পুলিশকে খবর দেন।

পরে পুলিশ ঘটনাস্থলে গেলে তারা গাড়িচাপায় প্রাণেশের মৃত্যুর বিষয়টি স্বীকার করে।

ফেঞ্চুগঞ্জ থানার ওসি আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান জানান, একটি গাড়ির ধাক্কায় নিহত হন প্রাণেশ চন্দ্র দাস। এ ঘটনায় ঘাতক গাড়ি, চালক ও গাড়িতে থাকা আরো তিনজনকে আটক করা হয়েছে। নিহতের পরিবারের সিদ্ধান্ত অনুসারে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ ২৪ খবর