ডি এম ফয়সলের নতুন ব্যবসা প্রতিষ্ঠান নাহিন মটর্স এর যাত্রা শুরু

প্রকাশিত: ৩:১৮ অপরাহ্ণ, জুন ২৪, ২০১৯

ডি এম ফয়সলের নতুন ব্যবসা প্রতিষ্ঠান নাহিন মটর্স এর যাত্রা শুরু

নিজস্ব প্রতিবেদন
বেকারত্ব দূর করে নতুন কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যে নতুন একটি ব্যবসা প্রতিষ্ঠান খুলেছেন সিলেটের প্রতিষ্ঠিত ব্যবসায়ী ডি এম ফয়সল।

সম্প্রতি ফেঞ্চুগঞ্জ নয়াবাজারে বিখ্যাত গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টাটা কোম্পানির নিটল-নিলয় এর গাড়ি নিয়ে নাহিন মটর্স নামীয় তাঁর ব্যবসা প্রতিষ্ঠানটির উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে ফয়সল গ্রুপ অব কোম্পানির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক ডি এম ফয়সলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট-৩ আসনের সাংসদ মাহমুদ উস সামাদ চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা নিটল মটর্সের কর্মকর্তা আশিকুর রহমান, ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত আলী, ফেঞ্চুগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান।

নতুন এই ব্যবসা প্রতিষ্ঠান সম্পর্কে ফয়সল গ্রুপ অব কোম্পানির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক ডি এম ফয়সল জানান, বেকারত্ব দূর করে নতুন কর্মসংস্থান সৃজনের উদ্দেশ্যে এই প্রতিষ্ঠানটি খোলা হয়েছে। এখানে একসাথে অনেক যুবকের কাজ করার সুযোগ রয়েছে। অবশ্যই পর্যায়ক্রমে এই ব্যবসার পরিধি আরও বর্ধিত করা হবে। তখন আরও বেশী সংখ্যক মানুষ কাজ করতে পারবে।

ডি এম ফয়সল একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। একাধারে তিনি ফয়সল গ্রুপ অব কোম্পানির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক। এই গ্রুপের আওতাভূক্ত অনেক ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। ব্যবসায়ী মহলে তার নাম ডাকও রয়েছে অনেক। এক কথায় তিনি একজন সফল ব্যবসায়ী হিসেবে নিজের পরিচিতি প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছেন।

ডি এম ফয়সল ইতিপূর্বে দুই বার সিলেটের সেরা করদাতা হিসেবে নির্বাচিত হয়েছেন। ২০১৭-১৮ ও ২০১৮-১৯ সালে তিনি সেরা কর দাতার খেতাবটি অর্জন করেন। এভাবে নতুন নতুন ব্যবসা প্রতিষ্ঠান খোলার মাধ্যমে বেকারদের কর্মসংস্থানের প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ফয়সল। এজন্য তিনি সকলের সহযোগিতাও কামনা করেন।

সর্বশেষ ২৪ খবর