বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে চলতে হলে শিক্ষার বিকল্প নেই : মাহমুদ-উস-সামাদ চৌধুরী এমপি

প্রকাশিত: ২:৪৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৫, ২০১৯

বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে চলতে হলে শিক্ষার বিকল্প নেই : মাহমুদ-উস-সামাদ চৌধুরী এমপি

সিলেট-৩ আসনের এমপি, ধর্ম ও বাণিজ্য মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মাহমুদ-উস-সামাদ চৌধুরী বলেছেন, সরকার শিক্ষা খাতে ব্যাপক উন্নয়ন সাধন করছে। সরকারের এই সুযোগ-সুবিধা কাজে লাগিয়ে শিক্ষার্থীদেরকে ভালো ফলাফলের মনোনিবেশ হতে হবে। মনে রাখতে হবে বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে চলতে হলে শিক্ষার বিকল্প নেই। তাই শিক্ষার্থীদেরকে অযথা সময় নষ্ট না করে লেখাপড়ার প্রতি আরো বেশী যতœবান হতে হবে। যারা লেখাপড়ায় পিছিয়ে পড়বে তাদের ভবিষ্যৎ অন্ধকার নেমে আসবে। নিজের ভবিষ্যতের কথা চিন্তা করে সুশিক্ষায় শিক্ষিত হয়ে নিজের জীবন গড়তে শিক্ষার্থীর প্রতি আহবান জানান।
এমপি মাহমুদ-উস-সামাদ চৌধুরী বৃহস্পতিবার ফেঞ্চুগঞ্জ উপজেলার দনারাম উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত দ্বিতল ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য জালাল উদ্দিনের সভাপতিত্বে শিক্ষক আব্দুল হামিদ ও আশরাফ আলীর যৌথ পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল আউয়াল কয়েছ, দপ্তর সম্পাদক মাহফুজুর রহমান জাহাঙ্গীর, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য সিরাজুল ইসলাম, আশিক আলী, এনামুল হক, উত্তর কুশিয়ারা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম মেম্বার, ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি জুনেদ আহমদ, মাওলানা মাসুক মিয়া, স্বপন কান্তি দাস সপু মেম্বার, স্কুল ছাত্রী বুশরা আক্তার। শুরুতে কোরআন তেলাওয়াত করেন বিদ্যালয়ের ছাত্র মিলাদ হোসেন, গীতা পাঠ করেন রাজু রাম বিশ্বাস। প্রেস-বিজ্ঞপ্তি।

সর্বশেষ ২৪ খবর