ঢাকা ৯ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:১৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৩০, ২০১৯
বিজয়ের কন্ঠ ডেস্ক :: সিলেটের বিশ্বনাথ উপজেলার দক্ষিণ কাটালীপাড়া থেকে মানব পাচারের অভিযোগে এক তরুণীকে গ্রেপ্তার করেছে র্যাব। পিংকি অনন্যা প্রিয়া (২৮) নামের ওই তরুণীকে রবিবার সন্ধ্যায় গ্রেপ্তার করা হয়। তিনি কাটালীপাড়ার রফিকুল ইসলামের মেয়ে।
র্যাব জানায়, পিংকি অনন্যা প্রিয়ার বিরুদ্ধে বানিয়াচং থানায় গত ১৯ সেপ্টেম্বর মানব পাচারের মামলা (নং-২৩/২০৪) হয়। এ মামলার প্রেক্ষিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
র্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুজ্জামান জানান, মানব পাচারের অভিযোগের মামলাটি বর্তমানে সিআইডি তদন্ত করছে। এজন্য পিংকি অনন্যা প্রিয়াকে সিআইডির কাছে হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech