ঢাকা ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৫২ অপরাহ্ণ, অক্টোবর ১৭, ২০১৯
ডেস্ক প্রতিবেদন : সিলেট মহানগর ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি তোফায়েল আহমদের জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সিলেট মহানগর বিএনপি নেতৃবৃন্দ। অবিলম্বে ছাত্রদল নেতা তোফায়েল সহ ষড়যন্ত্রমুলক মিথ্যা মামলায় কারান্তরীণ সকল রাজবন্দীদের নিঃশর্ত মুক্তির দাবী জানান তারা।
.
বৃহস্পতিবার এক বিবৃতিতে সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এডভোকেট শামীম সিদ্দিকী বলেন, ষড়যন্ত্রমুলক মিথ্যা মামলায় জামিন নিতে গেলে মহানগর ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি তোফায়েল আহমদকে কারাগারে প্রেরণ বাকশালী সরকারের বিরোধী মত দমনের বহিঃপ্রকাশ। গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও গণতন্ত্র পুনরুদ্ধারের চলমান আন্দোলন দমিয়ে রাখতেই ছাত্রদল নেতাকে কারাগারে প্রেরণ করা হয়েছে। অবিলম্বে ছাত্রদল নেতা তোফায়েল সহ ষড়যন্ত্রমুলক মিথ্যা মামলা কারান্তরীণ সকল নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তি দিন।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech