ঢাকা ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:২৭ অপরাহ্ণ, অক্টোবর ১৮, ২০১৯
ডেস্ক প্রতিবেদন : হাটখোলা-জালালাবাদের সমন্ময়ে গঠিত”তিমির ভূবনের দিপ্ত কুসুম”স্লোগানে উজ্জিবিত সামাজিক সংগঠন বাতিনিকেতন’র উদ্দ্যোগে আয়োজিত ২য় মেধা বৃত্তি পরিক্ষা সম্পন্ন হয়েছে,
১৮অক্টোবর শুক্রবার সকাল ৯ ঘটিকায় শুরু হওয়া মেধাবৃত্তি পরিক্ষায় দুই ইউনিয়নের (হাটখোলা-জালালাবাদের) প্রাথমিক পর্যায়ের ৩৯টি শিক্ষা প্রতিষ্টানের মোট ১৮৪জন শিক্ষার্থী অংশগ্রহন করেন,এতে পরিক্ষা নিয়ন্ত্রকের দায়ীত্বপালন করেন বাতিনিকেতন সভাপতি মুহাম্মদ কুতুব আল ফরহাদ,
স্থানিয় শিবের বাজার রাজারগাঁও উচ্চবিদ্যালয়ে অনুষ্ঠিত বৃত্তি পরিক্ষা পরিদর্শন করেন, রাজারগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব ইসলাম উদ্দিন, আল-হেরা একাডেমী স্কুল এন্ড কলেজের ভাইস প্রিন্সিপাল মোহাম্মদ আল ইমরান,শিবের বাজার পুলিশ ফাড়ির দয়িত্বরত পুলিশ রশিদ আহমদ,
পরিক্ষায় হল গার্ডের দায়ীত্ব পালন করেন বাতিনিকেতন দায়িত্বশীল,জুনাইদুল ইসলাম জুনেদ,সাঈদ আমিন মিলাদ,হাফিজুর রহমান,রাসেল আহমদ,ইসলাম উদ্দিন,সাদিক আহমদ সাদি,ফাহাদ আহমদ,আমিনুল ইসলাম,
স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করেন, বাতিনিকেতন দায়িত্বশীল সুলাইমান আহমদ,সাদিক আহমদ,আল মহসিন, জাবের আহমদ,হাঃ মুশাহিদুল ইসলাম, আলী আহমদ,হাঃ মোহাম্মদ আলী,হাবিব আরিয়ান,শহীদ আহমদ,আসাদ আহমদ,আরিফুল ইসলাম,সাহেদ আহমদ,সাঈদ আহমদ,সামি আহমদ,প্রমূখ।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech