ঢাকা ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:১৩ অপরাহ্ণ, অক্টোবর ২৪, ২০১৯
ডেস্ক প্রতিবেদন : সরকারি টিচার্স ট্রেনিং কলেজের শিক্ষক ও প্রশিক্ষণার্থীদের আয়োজনে সহশিক্ষাক্রমিক কার্যাবলি ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ২৪ অক্টোবর বৃহস্পতিবার দুপুর ১২টায় সিলেট সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ অডিটোরিয়ামে এই অনুষ্ঠান হয়।
.
সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ বাবলী পুরকায়স্থের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সরকারি টিচার্স ট্রেনিং কলেজের অধ্যক্ষ প্রফেসর মিছবাহুদ্দীন আহমদ, বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপাধ্যক্ষ চৌধুরী মামুন আকবর, শিক্ষা বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মো. আরিফ হাসান চৌধুরী, শিক্ষক পরিষদের সম্পাদক মোছাঃ নীলুফার খানম, সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ দিবা শাখার সহকারি প্রধান শিক্ষক নুছরাত হক, প্রভাতী শাখার সহকারি প্রধান শিক্ষক মমতাজ বেগম।
.
অন্বেষা চৌধুরী অহনা এবং মৌমিতা মজুমদারের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে অত্র বিদ্যালয়ের শিক্ষার্থীরা নৃত্য, সঙ্গীত ও আবৃত্তি পরিবেশন করে।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech