শাহজালাল বিশ্ববিদ্যালয়ে পূবালী ব্যাংকের এটিএম বুথ স্থাপন

প্রকাশিত: ৭:২৯ অপরাহ্ণ, অক্টোবর ২৪, ২০১৯

শাহজালাল বিশ্ববিদ্যালয়ে পূবালী ব্যাংকের এটিএম  বুথ স্থাপন

প্রতিদিন ডেস্ক : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ফরিদ উদ্দিন আহমেদ বলেছেন, এই বিশ্ববিদ্যালয়ের আঙ্গিনায় ব্যাংকের একটি এটিএম বুথ স্থাপন সময়ের দাবী।এই দাবী পূরণে এগিয়ে এসেছে পূবালী ব্যাংক। এই ব্যাংকের সাথে আমাদের একটি দীর্ঘদিনের সুস্পর্ক বিদ্যমান। এর ধারাবাহিকতায় ব্যাংকের উর্ধ্বতন কর্তৃপক্ষ এই প্রতিষ্টানে তাদের একটি এটিএম বুথ স্থাপনের সম্মত হয়েছে। এই বুথ স্থাপনের ফলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা কর্মচারী থেকে শুরু করে ছাত্রছাত্রীরাও সহজে ব্যাংকিং সেবা গ্রহণ করতে পারবে। তিনি এজন্য পূবালী ব্যাংকের বোর্ডের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
.
২৪ অক্টোবর বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ে পূবালী ব্যাংকের পাঠানটুলা শাখার এটিএম বুথ স্থাপনের চুক্তি সাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলে। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. আনোয়ারুল ইসলাম, বিশ্ববিদ্যালয়ের রেজিষ্ট্যার প্রফেসর ড. ইসফাকুল ইসলাম, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি ড. এ.এস.এম সাইফুল ইসলাম, সমাজবিজ্ঞান অনুষদের ডীন প্রফেসর ড. ফয়ছল আহমদ, পূবালী ব্যাংক সিলেট প্রিন্সিপাল অফিসের জিএম মো. এরশাদুল হক, ডিজিএম মশিউর রহমান খান, সিলেট পূর্বাঞ্চল প্রধান ডিজিএম জিয়াউল হক চৌধুরী প্রমুখ।
অনুষ্ঠানে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সাক্ষর করেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. আনোয়ারুল ইসলাম এবং ব্যাংকের পাঠানটুলার শাখার ব্যবস্থাপক রাজদীপ রায়।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর