মফিজুল ইসলাম মিলনকে আওয়ামী অঙ্গ ও সহযোগী সংগঠনের সংবর্ধনা

প্রকাশিত: ৪:০১ অপরাহ্ণ, নভেম্বর ২৯, ২০১৯

মফিজুল ইসলাম মিলনকে আওয়ামী অঙ্গ ও সহযোগী সংগঠনের সংবর্ধনা

ডেস্ক প্রতিবেদন : সিলেট মহানর শ্রমিকলীগের সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক হিসেবে মনোনীত হওয়ায় মো. মফিজুল ইসলাম মিলনকে আওয়ামীলীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এক সংবর্ধনা প্রদান করা হয়েছে। ২৮ নভেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় নগরীর জিন্দাবাজারস্থ একটি অভিজাত হোটেলের হলরুমে তাকে এই সংবর্ধনা প্রদান করা হয়।

ভাটিপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি রুহুল আমনের সভাপতিত্বে ও সিলেট মহানগর ছাত্রলীগের সাবেক সিনিয়র সদস্য মেহেদী হাসান ফয়েজের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর চৌধুরী। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মো. মফিজুল ইসলাম মিলনকে মহানগর শ্রমিক নেতৃবৃন্দ যে দায়িত্ব প্রদান করেছেন, আমরা মনে করি তিনি সততা ও নিষ্ঠার সাথে সেই দায়িত্ব পালন করবেন। পাশাশি নেতৃবৃন্দ মহানগর শ্রমিকদের অন্যান্য নেতৃবৃন্দকেও অভিনন্দন জ্ঞাপন করেন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, দিরাই উপজেলা সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য মো. ফুয়াদ আল নোমান, এমদাদ আহমদ, সতীস সরকার রাজু, সোহেল আহমদ, শফিকুল ইসলাম শিশুম, আমীর হোসেন রনি, পিকলু সরকার, ফয়জুল হক প্রমুখ।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর