ঢাকা ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৩৩ অপরাহ্ণ, ডিসেম্বর ১, ২০১৯
ডেস্ক প্রতিবেদন : সিলেট জেলার ১৩টি উপজেলা ফুটবল এসোসিয়েশনের আয়োজনে ও সংশ্লিষ্ট উপজেলাসমূহের নিয়ন্ত্রণাধীন ইউনিয়নসমূহের অংশগ্রহণে বাংলাদেশে এই প্রথম ‘‘মাহা ১ম আন্ত:ইউনিয়ন ফুটবল টুর্ণামেন্ট ২০১৯’’ চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় বিয়ানীবাজার উপজেলা ফুটবল এসোসিয়েশনের আয়োজনে, সিলেট জেলা ফুটবল এসোসিয়েশনের সহযোগিতায় ও বিয়ানীবাজার উপজেলার নিয়ন্ত্রণাধীন ইউনিয়নসমূহের অংশগ্রহণে এবং সিলেটের স্বনামধন্য ব্যবসা প্রতিষ্ঠান ‘মাহা’ এর পৃষ্ঠপোষকতায় ‘‘মাহা ১ম আন্ত:ইউনিয়ন ফুটবল টুর্ণামেন্ট ২০১৯’’ এর শুভ উদ্বোধন শনিবার বেলা ৩টায় পঞ্চখন্ড হরগোবিন্দ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে।
.
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কার্যনির্বাহী সদস্য, সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও সিলেট জেলা ফুটবল এসোসিয়েশনের প্রেসিডেন্ট এবং উক্ত টুর্ণামেন্টের প্রবর্তক মাহি উদ্দিন আহমদ সেলিম এবং উদ্বোধক হিসেবে উপস্থিত থেকে টুর্ণামেন্টের শুভ উদ্বোধন করেন বিয়ানীবাজার পৌরসভা’র মেয়র মো. আব্দুস শুকুর। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ ও বিয়ানীবাজার উপজেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি অবনী শংকর কর এবং স্বাগত বক্তব্য প্রদান করেন বিয়ানীবাজার উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. ইসলাম উদ্দিন। উদ্বোধনী ম্যাচে গোল্ডেন পাস্ট এফ সি বিয়ানীবাজার ১-০ গোলে আলীনগর ইউনিয়ন ফুটবল একাদশকে হারিয়ে বিজয়ী হয়। খেলা প্রতিদিন বেলা আড়াইটায় পঞ্চখন্ড হরগোবিন্দ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ, বিয়ানীবাজার , সিলেট এ অনুষ্ঠিত হবে।
আজকের খেলা
দুবাগ ইউনিয়ন ফুটবল একাদশ বনাম লাউতা ইউনিয়ন ফুটবল একাদশ
প্রতিদিন মাঠে এসে খেলা উপভোগ করার জন্য বিয়ানীবাজার তথা সিলেট ক্রীড়াঙ্গনের ব্যক্তিবর্গসহ সর্বস্তরের জনসাধারণের প্রতি বিশেষভাবে আহবান জানিয়েছেন সিলেট জেলা ফুটবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক দীপাল কুমার সিংহ ও বিয়ানীবাজার উপজেলা ফুটবল এসোসিয়েশনের প্রেসিডেন্ট মো. সাদ উদ্দিন।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech