ঢাকা ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:২১ অপরাহ্ণ, নভেম্বর ১৩, ২০১৮
৫% বার্ষিক প্রবৃদ্ধি ও বৈশাখী ভাতা প্রদানের ঘোষণা দেয়ায় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) সিলেট জেলার উদ্যোগে এক আনন্দ র্যালি বের করা হয়।
মঙ্গলবার বিকেলে নগরের দক্ষিণ সুরমা থেকে আনন্দ র্যালিটি বের হয়ে নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সিলেট কোর্ট পয়েন্টে এসে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী ও শিক্ষামন্ত্রীকে অভিনন্দন জানিয়ে বক্তব্য রাখেন সমিতির জেলা সভাপতি মোঃ কুতুব উদ্দিন, সিনিয়র সহÑসভাপতি মোঃ বেলাল আহমদ, সাধারণ সম্পাদক আব্দুল মালিক রাজু, কেন্দ্রীয় কমিটির সদস্য গোলাম মোস্তফা কামাল, অর্থ সচিব নুরুল ইসলাম, জেলা যুগ্মÑসম্পাদক মোঃ আহমেদুল কবির, দিলীপ লাল রায়, দক্ষিণ সুরমা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, জকিগঞ্জ উপজেলা শিক্ষক সমিতির সম্পাদক মহিউদ্দিন হায়দার, জেলার সদস্য আব্দুল মুক্তাদির, আব্দুস সালাম, সাইফুল ইসলাম রানা, সন্তোষ কুমার দাস, সীতাংশু বিশ্বাস, জ্যোতিষ চন্দ্র পাল, প্রমোদ চন্দ্র দাস, মোঃ মুহিবুর রহমান, জনাব আশফাক আহমদ, বিকাশ চন্দ্র বিশ্বাস, মাহমুদ হোসেন, মোঃ আবু ইউসুফ, আশিষ কুমার পাল, তজমুল ইসলাম, এ.কে.এম আব্দুল আহাদ, মোঃ মকব্বির আলী, জ্যোতির্ময় পাল, স্বপন চন্দ্র দাস, গোলাপগঞ্জ উপজেলা শিক্ষক নেতা ফয়সল আহমদ, বিয়ানীবাজার উপজেলার শিক্ষক নেতা সফিউল আলম, বিশ্বনাথ উপজেলার শিক্ষক নেতা মোঃ আজম আলী।
বক্তাগণ তাদের বক্তব্যে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে বলেন, এ অসামান্য অর্জন শিক্ষক সমিতির দীর্ঘদিনের আন্দোলনের সোনালী ফসল। বক্তাগণ আশা প্রকাশ করেন, অচিরেই দেশের সকল এমপিওভুক্ত মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের ঘোষণা দিয়ে চিরস্মরণীয় হবেন প্রধানমন্ত্রী। সংবাদ বিজ্ঞপ্তি।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech