সামাজিক জনসচেতনতার মাধ্যমে এইচআইভি প্রতিরোধ সম্ভব : হিমাংশু লাল রায়

প্রকাশিত: ৫:৩৪ অপরাহ্ণ, নভেম্বর ১৩, ২০১৮

সামাজিক জনসচেতনতার মাধ্যমে এইচআইভি প্রতিরোধ সম্ভব : হিমাংশু লাল রায়

সিলেটের সিভিল সার্জন হিমাংশু লাল রায় বলেন, আমাদের একটু সচেতনতা সৃষ্টি হলে এইচআইভি প্রতিরোধ সম্ভব। চিকিৎসা, খাবার, রক্তদান ও অবৈধ মেলামেশায় এইচআইভি ভাইরাস ছড়ায়। তাই এগুলো থেকে বিরত থাকতে হবে। চিকিৎসা ও খাবারের েেত্র বিশেষ সতকর্তা অবলম্বন করলে এইচআইভি প্রতিরোধ সম্ভব।

তিনি মঙ্গলবার দুপুর ১২টায় সিলেট নগরের একটি অভিজাত রেস্টুরেন্টের হলরুমে এনজিও সংস্থা বন্ধু সোস্যাল ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বাংলাদেশে জনসংখ্যার মধ্যে এইচআইভি প্রতিরোধ বিষয়ক সংবেদনশীল সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক স্বাস্থ্য ডিরেক্টর ডা. মামুন, চর্ম ও যৌন রোগ অধ্যাপক ডা. ইউসুফ ভুইয়া প্রমুখ।

এনজিও সংস্থা বন্ধু সোস্যল ওয়েলফেয়ার সোসাইটির ডিআইসি ম্যানেজার মাহমুদুর রহমানের সভাপতিত্বে ও মিলন হোসেনের পরিচালনায় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন এড. সাইফুল ইসলাম তালুকদার, এড. স্বপন কুমার, ইমাম মো. আব্দুর রশিদ, শিক মোস্তাক আহমদ চৌধুরী, রায়হানা চৌধুরী, সুন্দরী হিজড়া প্রমুখ।
এছাড়াও সুশীল সমাজের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর