করোনার ভ্যাকসিন
সামনের মাসেই দেশে আসছে ৪০ লাখ ডোজ স্পুটনিক ভি

প্রকাশিত: ৫:২০ অপরাহ্ণ, এপ্রিল ২৭, ২০২১

<span style='color:#077D05;font-size:19px;'>করোনার ভ্যাকসিন</span> <br/> সামনের মাসেই দেশে আসছে ৪০ লাখ ডোজ স্পুটনিক ভি

বিজয়ের কণ্ঠ ডেস্ক
ওষুধ প্রশাসন অধিদফতরের মহাপরিচালক মেজর জেনারেল মাহবুবুর রহমান জানিয়েছেন, করোনাভাইরাস প্রতিরোধে রাশিয়ার উদ্ভাবিত ভ্যাকসিন স্পুটনিক ভি’র ৪০ লাখ ডোজ দেশে আসবে। মে মাসের মধ্যেই এই টিকা বাংলাদেশে এসে পৌঁছাবে।

 

তিনি আরও জানান, মঙ্গলবার ওষুধ প্রশাসন অধিদফতর স্পুটনিক ভি ব্যবহারে জরুরি অনুমতি দিয়েছে। তিনি বলেন, ‘রাশিয়ার স্পুটনিক ভি আমাদের দেশে জরুরি ব্যবহারের অনুমোদন পেলো। এতে করে এই টিকা আমদানি ও ব্যবহারের ক্ষেত্রে এখন আর কোনও আইনগত বাধা রইলো না।’

 

এর আগে সকালে এ বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের গঠিত বিশেষজ্ঞ কমিটির বৈঠক হয়। সেখানে কমিটি অনুমোদন দেওয়ার বিষয়ে সুপারিশ করে।
সাধারণত কোনও ওষুধে সাতটা দেশের অনুমোদন থাকলে বাংলাদেশে অনুমোদন দেওয়া হয়।

 

 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর