মেট্রোপলিটন কাবের রোটারী ফাউন্ডেশন সেমিনার অনুষ্ঠিত

প্রকাশিত: ৫:২৬ অপরাহ্ণ, নভেম্বর ২৫, ২০১৮

মেট্রোপলিটন কাবের রোটারী ফাউন্ডেশন সেমিনার অনুষ্ঠিত

রোটারী কাব অব মেট্রোপলিটন সিলেটের উদ্যোগে রোটারী ফাউন্ডেশন সেমিনার রোববার আম্বরখানার একটি অভিজাত হোটেলের কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়।

কাব প্রেসিডেন্ট মো. আবু সুফিয়ানের সভাপতিত্বে ওকাব সেক্রেটারী ইকবাল হোসেনের পরিচালনায় সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিডিজি ডা. মঞ্জুরুল হক চৌধুরী।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, রোটারী ফাউন্ডেশনের মূল ল্য হচ্ছে রোটারিয়ানদের মাধ্যমে বিশ্ব সমঝোতা, সহমর্মিতা ও শান্তি স্থাপন করা। এজন্য রোটারী ফাউন্ডেশন শিা, স্বাস্থ্য উন্নয়নে এবং দারিদ্র বিমোচনে কার্যক্রম গ্রহণ করে থাকে। যাতে এর মাধ্যমে পৃথিবীতে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। রোটারী ফাউন্ডেশন বিশ্বের যে কোন স্থানে মানবতার সেবামূলক কার্যক্রম পরিচালনায় আর্থিক অনুদান প্রদান করে থাকে। সারাবিশ্ব ব্যাপী পোলিও নির্মূলে এবং শান্তি স্থাপনে ও রোটারী কাজ করে যাচ্ছে।

সেমিনারে বক্তব্য রাখেন সুরমা জোনের জোনাল কো-অর্ডিনেটর পিপি এম নুরুল হক সোহেল, ডেপুটি গভর্নর মো. কবির উদ্দিন, কাবের এ্যাসাইন এ্যাসিসটেন্ট গভর্ণর রোটারিয়ান আজিজুর রহমান প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তি।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর