কাউন্সিলর হাদী ও সালামা-কে পায়রা সমাজ কল্যাণ সংঘের সংবর্ধনা

প্রকাশিত: ২:০৩ অপরাহ্ণ, ডিসেম্বর ১, ২০১৮

কাউন্সিলর হাদী ও সালামা-কে পায়রা সমাজ কল্যাণ সংঘের সংবর্ধনা

সিলেট নগরের দরগাহ মহল্লায় পায়রা সমাজ কল্যাণ সংঘের উদ্যোগে সিলেট সিটি কর্পোরেশনের ১নং ওয়ার্ডের পুনর্নির্বাচিত কাউন্সিলর সৈয়দ তৌফিকুল হাদী এবং ১, ২ ও ৩নং সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলর এডভোকেট সালমা সুলতানা-কে সংবর্ধনা দেওয়া হয়েছে।

শুক্রবার রাতে মুহিবুর রহমান একাডেমীর হল রুমে এ সংবর্ধনা প্রদান করা হয়।

পায়রা সমাজ কল্যাণ সংঘের সভাপতি, বিশিষ্ট চিকিৎসক এম.এ সালাম এর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন কাউন্সিলর সৈয়দ তৌফিকুল হাদী ও কাউন্সিলর এডভোকেট সালমা সুলতানা। স্বাগত বক্তব্য রাখেন সংঘের সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রহমান দুদু।

সংঘের যুগ্ম সাধারণ সম্পাদক রিপন আহমদ ও মোঃ আনোয়ার হোসেনের যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন পায়রা সমাজ কল্যাণ সংঘের উপদেষ্টা সাদিক মিয়া, আলকাছ মিয়া, জুবের চৌধুরী, সিনিয়র সাংবাদিক এনামুল হক জুবের, সিনিয়র সহ-সভাপতি মাহমুদুল হক মাছুম, সহ সভাপতি এডভোকেট আলী মোস্তফা মিশকাতুন নূর, জাহাঙ্গীর আহমদ, মুফতী আব্দুল খাবির, শফিকুল হক বেলাল, রাজারগল্লি সমাজ কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক এস.এ শাদাত, অর্ণব সমাজ কল্যাণ সংঘের সভাপতি মোঃ এহিয়া, পায়রার সদস্য আব্দুল ওয়াছে, হাবিবুল মালিক, মাহফুজুল আলম শাকল, শাহীন, নাহিদ, রাসেল, ফুয়াদ, মারুফ আহমদ প্রমুখ।

অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি কাউন্সিলর সৈয়দ তৌফিকুল হাদী ও কাউন্সিলর এডভোকেট সালমা সুলতানাকে সম্মান ক্রেস্ট প্রদান করেন সংঘের সভাপতি ডাঃ এম.এ সালাম ও সাধারণ সম্পাদক আব্দুর রহমান দুদু সহ সংঘের সদস্যবৃন্দ। শেষে মানাজাত পরিচালনা করেন হাফিজ হারুন।
সংবর্ধনার জবাবে দু’ কাউন্সিলর বলেন, ওয়ার্ডের সর্বস্তরের জনগণ আমাদেরকে মন থেকে ভালোবাসেন বলেই তারা নিঃস্বার্থে তাদের ভোট দিয়ে আমাদেরকে নির্বাচিত করেছেন। এজন্য আমরা ওয়ার্ডবাসীর কাছে কৃতজ্ঞ ও চিরঋণী। ওয়ার্ডে অসমাপ্ত উন্নয়নমূলক কাজগুলো সমাপ্ত করতে সকলের সহযোগিতা কামনা করেন।

সভায় পায়রা সমাজ কল্যাণ সংঘের অর্থ সম্পাদক নিয়াজ মোঃ আজিজুল করিম-কে ষড়যন্ত্রমূলক মামলা দিয়ে গ্রেফতার করায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন। নেতৃবৃন্দ অবিলম্বে তার নিঃশর্ত মুক্তির দাবী জানান। সংবাদ বিজ্ঞপ্তি।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর