ঢাকা ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:২২ অপরাহ্ণ, ডিসেম্বর ১, ২০১৮
বিজয়ের মাস ডিসেম্বরকে বরণ করেছে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সিলেট জেলা ও মহানগর ইউনিট কমান্ড।
শনিবার জেলা ও মহানগর ইউনিট কমাণ্ডের উদ্যোগে নগরে এক বিজয় শোভা যাত্রা বের করা হয়। পরে বর্ণাঢ্য র্যালিটি নগরের প্রধান প্রধান সড়ক প্রদণি শেষে সিলেট জেলা প্রশাসকের বিজয় র্যালিতে যোগদান করেন।
র্যালি পরবর্তীতে জিন্দাবাজারস্থ কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সুব্রত চক্রবর্তী জুয়েল বলেন, এবারের নির্বাচন ‘মুক্তিযুদ্ধের চেতনার অভিযাত্রার নির্বাচন’ আমরা এদেশবাসীর কাছের মুক্তিযোদ্ধা হিসেবে দাবী করছি মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ দেশপ্রেমিক প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করে এ জাতিকে মুক্তিযুদ্ধের চেতনায় চির সমুন্নত রাখুন।
র্যালিতে উপস্থিত ছিলেন, মহানগরের ভারপ্রাপ্ত কমান্ডর সাবেক কাউন্সিলর আব্দুল খালিক, ডেপুটি কমান্ডার মো. আব্দুল মনাফ, চিত্তরঞ্জন দেব, নির্মলেন্দু পাল নান্টু, মতিলাল মোহন্ত, সুবেদার মেজর রফিক উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান, নাথুরাম বণিক, জাফর চৌধুরী, দূর্গা চক্রবর্তী, বিয়ানীবাজার কমান্ডার বীরমুক্তিযোদ্ধা আব্দুল কাদির, দণি সুরমা কমান্ডার মো. কুটি মিয়া, সদর ভারপ্রাপ্ত কমান্ডার নাজিম উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা ইউনুছ আলী, হাজী আসক আলী, মো. তফজ্জুল মিয়া, সিলেট জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক জবরুল হোসেন, তোফায়েল আহমদ রাজু, শ্রীমতি কলি দেবী, মাছুম আহমদ, মোজাম্মেল আহমদ, শাহীন আহমদ সাবুল, আলাওর, ইমরান, লিটন, মহানগর সন্তান কমান্ড সভাপতি কামাল, ফয়জুল আহমদ, আব্দুল কাদির, সাব্বির আহমদ, আবু তাহের, আবু সাঈদ, ফজলুল হাসান, মো. হাদী, জাহেদ, ছোয়াব আলী, মো. জাকির হোসেন প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তি।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech