জালালিয়া সরকারি বিদ্যালয়ে প্রধান শিক্ষিকার বিদায়ী সংবর্ধনা

প্রকাশিত: ২:৩৯ অপরাহ্ণ, ডিসেম্বর ১, ২০১৮

জালালিয়া সরকারি বিদ্যালয়ে প্রধান শিক্ষিকার বিদায়ী সংবর্ধনা

সিলেট নগরের দরগাহ জালালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষিকা সালমা জাহানকে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়েছে।

শনিবার দুপুরে বিদ্যালয়ে এ বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি সৈয়দ আহমদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের ১নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সৈয়দ তৌফিকুল হাদী।

প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ তৌফিকুল হাদী বলেন, শিক্ষাক্ষেত্রে বাংলাদেশ দ্রুত এগিয়ে যাচ্ছে। শিক্ষার্থীদের ঝরে পড়ার হার কমাতে সরকারের পাশাপাশি অভিভাকদের আরো সচেতন হতে হবে। শিক্ষার্থীদের যথার্থ শিক্ষিত করতে পারলে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার কাজ ত্বরান্তিত হবে।

তিনি অরো বলেন, দরগাহ জালালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষিকা সালমা জাহান দীর্ঘ ২৪ বছর শিক্ষকতা করেছেন। তিনি সফলতার সাথে দায়িত্ব পালনের কারণে অভিভাবক ও শিক্ষার্থীদের কাছে জনপ্রিয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা জান্নাতুল ফেরদাউসের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিসিকের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত কাউন্সিলর সালমা সুলতানা, অভিভাবক কমিটির সভাপতি তাহেরা নুসরাত জাহা চৌধুরী।

বক্তব্য রাখেন ১নং ওয়ার্ডের কমিউনিটি ভলেন্টিয়ার গ্রুপের সাধারণ সম্পাদক মো. আজিমুজ্জামান, সহ-সভাপতি নজির হোসেন, বিদ্যালয়ের শিক্ষিকা নাছিমা বেগম, সুপ্তি ভট্টাচার্য, ¯িœগ্ধা চক্রবর্তী, খাদিজা সুলতানা প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তি।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর