সাউন্ডটেক ষষ্ঠ গোল্ডকাপের ফাইনাল ও পুরস্কার বিতরণ সম্পন্ন

প্রকাশিত: ১১:৩৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৬, ২০২৩

সাউন্ডটেক ষষ্ঠ গোল্ডকাপের ফাইনাল ও পুরস্কার বিতরণ সম্পন্ন

বৃটেনের জনপ্রিয় ও প্রাচীন ক্রীড়া সংগঠন সাউন্ডটেক ক্যারম ক্লাব ইউকে আয়োজিত ষষ্ঠ ক্যারম গোল্ডকাপের ফাইনাল ও পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে। সোমবার (২৫ সেপ্টেম্বর) রাত ১০টায় ক্লাবের নিজস্ব ভবনে এক অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

সাউন্ডেক ক্যারম ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুর রহমান খান সুজার পরিচালনায় ও অন্যতম উদ্যোক্তা মো. সোনাহর আলী রিংকুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লন্ডন ব্যুরো অফ টাওয়ার হ্যামলেট’স কাউন্সিলের স্পিকার কাউন্সিলর জাহেদ বক্ত চৌধুরী।

প্রধান বক্তা হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন লন্ডন এডুকেশন ট্রাস্ট ইউকে চেয়ারম্যান সাংবাদিক মো. আব্দুল মুনিম জাহেদী ক্যারল।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- টাওয়ার হ্যামলেটস কাউন্সিল এর সাবেক স্পিকার কাউন্সিলর শাফি আহমেদ, পোপলার ক্যারম একাডেমির অন্যতম প্রতিষ্ঠাতা সুমন আহমদ, ক্যারম জগতে বারবার চ্যাম্পিয়ন খেলোয়াড় মাজহারুল ইসলাম মুন্না প্রমুখ। শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন রাশেদ আলী তালুকদার। বিজ্ঞপ্তি

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর