সিসিক কাউন্সিলর’ আজাদের বাসায় হাম*লা : মেয়র ও কাউন্সিলরদের নি*ন্দা

প্রকাশিত: ১২:৪৬ পূর্বাহ্ণ, জুন ২৯, ২০২৪

সিসিক কাউন্সিলর’ আজাদের বাসায় হাম*লা : মেয়র ও কাউন্সিলরদের নি*ন্দা

 

প্রতিবেদক : এম.এ.ওয়াহিদ সোয়েব

সিলেট সিটি কর্পোরেশনের ২০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও সিলেট মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আজাদুর রহমান আজাদের বাসভবনে হামলার ঘটনায় তীব্র নিন্দা ও সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন সিসিক মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরীসহ সিলেট সিটি কর্পোরেশনের সাধারণ ও সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলরবৃন্দ।

শুক্রবার (২৮ জুন) দুপুর ২টায় গণমাধ্যমে প্রেরিত এক বার্তায় মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী বলেন, ‘বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে নগরীর ভাটাটিকর ও পূর্ব শাপলাবাগ এলাকায় সিটি কর্পোরেশনের ২০ নম্বর ওয়ার্ডের টানা পাঁচবারের নির্বাচিত কাউন্সিলর ও সিলেট মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আজাদুর রহমান আজাদের পৈতৃক ও নিজস্ব বাসভবনে একযোগে সন্ত্রাসী হামলা চালিয়েছে একদল দুর্বৃত্ত। আমি ও আমার পুরো পরিষদ এই হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

এ বিষয়ে জানতে চাইলে কাউন্সিলর আজাদুর রহমান বলেন, ‘এলাকায় বিভিন্ন চাঁদাবাজি, হামলা-দখলবাজি চালিয়ে আসছে একটি চিহ্নিত মাদকসেবী চক্র। তাদের বিরুদ্ধে এলাকাবাসী বিভিন্ন সময় আমার কাছে অভিযোগ করেছে। সেসব অভিযোগের পরিপ্রেক্ষিতে বিভিন্ন ঘটনায় তাদের বিরুদ্ধে আমার অবস্থান ছিল। ওই ক্ষোভ থেকেই তারা হামলা চালিয়েছে। এ ঘটনায় থানায় মামলা করব।’

এদিকে, আজাদের বাসায় হামলার ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার বিভিন্ন সময়ে তাদের আটক করা হয়। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম জানা যায়নি।

অন্যদিকে ছাত্রলীগের কেন্দ্রিয় কমিটির সাবেক সদস্য ছফু আহমদ অভিযোগ করেন, শুক্রবার জুমার পর ৫০/৬০ জনের একটি দল দেশিয় অস্ত্রশস্ত্র নিয়ে তার বাড়িতে হামলা করে। হামলাকারীরা তার ঘরের জানালার গ্লাস ও বাসার সামনে থাকা গাড়ি ভাংচুর করে বলে অভিযোগ ছফুর।ছফু আহমদ প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান চৌধুরী অনুসারী হিসেবে পরিচিত। তার বাসা নগরের টিলাগড় এলাকার শাপলাবাগে।

কাউন্সিলর আজাদের বাসায় হামলার জেরে তার অনুসারীরাই এ হামলা জালিয়েছে বলেও অভিযোগ করে ছফু।

প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী বলেন, ‘যারা হামলা করেছেন, তারা চোর-ডাকাত; কোনো গ্রুপের (দল) নন। এ বিষয়ে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আমি সংশ্লিষ্টদের অনুরোধ করেছি। আজাদুর রহমান আজাদের সঙ্গেও আমার কথা হয়েছে।’

শাহপরান থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) ইন্দ্রনীল ভট্টাচার্য বলেন, কাউন্সিলরের বাসায় হামলার ঘটনায় সকাল থেকেই টিলাগড় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পুলিশও সতর্ক অবস্থায় রয়েছে। কাউন্সিল আজাদের বাসায় হামলার ঘটনায় পুলিশ এ পর্যন্ত তিনজনকে আটক করেছে। বাকীদেরও আটকের চেষ্টা চলছে

সর্বশেষ ২৪ খবর