ভুয়া আইনজীবী সহকারী আটক

প্রকাশিত: ৮:১৮ অপরাহ্ণ, ডিসেম্বর ১৫, ২০২৪

ভুয়া আইনজীবী সহকারী আটক

নিজস্ব প্রতিবেদক
সিলেট জেলা আইনজীবী সমিতির উদ্যোগে সিলেট জেলা বারে নিয়মিত টাউট/ বাটপার/ দালালদের বিরুদ্ধে অভিযানে স্বপন মিয়া নামের এক প্রতারককে আটক করা হয়েছে। বৃহস্পতিবার বেলা দেড়টার দিকে আদালত পাড়ায় অভিযানে প্রথমে সন্দেহভাজন হিসেবে তাকে অফিসে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি প্রতিনিয়ত আদালত পাড়ায় কী জন্য আসেন তার কোন সদুত্তর দিতে না পারায় আর ঘনীভূত হয়। পরে আরো জিজ্ঞাসাবাদে প্রথমে তিনি নিজেকে আইনজীবী সহকারী পরিচয় দেন। পরবর্তীতে এমন লোক এর নামে রেজিস্ট্রেশন নেই বললে নিজেকে দোষী হিসেবে আখ্যায়িত করেন।
অভিযুক্ত স্বপন মিয়া গোয়াইনঘাট উপজেলার ১২নং সদর ইউনিয়নের আমবাড়ী গ্রামের মৃত আহমদ আলীর ছেলে।
জানা গেছে, তিনি উপজেলার বিভিন্ন মামলায় নিরপরাধ মানুষকে টাকার বিনিময়ে আসামি করেন, আবার তাদের কাছ থেকে বড় অংকের টাকার বিনিময়ে নাম কর্তন করেন। আবার বড় অংকের টাকার বিনিময়ে নিরপরাধ মানুষকে বিশেষ করে বিএনপি অনুসারীদের বিভিন্ন মামলায় আসামি করেছেন। প্রকৃতপক্ষে তিনি আইনজীবী সহকারী নয়।
সিলেট জেলা বারের সভাপতি ও সাধারণ সম্পাদক তাকে দোষী সাব্যস্ত করে বাটপার, দালাল হিসেবে চিহ্নিত করেছেন।
খোঁজ নিয়ে জানা যায়, অভিযুক্ত স্বপনের বিরুদ্ধে গোয়াইনঘাটসহ বিভিন্ন থানায় মামলা রয়েছে। তিনি গোয়াইনঘাট থানায় দন্ডবিধি ১৮৬০ এর ১৪৩,৩৪১,৩২৩,৩২৬,৩০৭,৫০৬ ধারায় এফআইআরভূক্ত ৬নং আসামি। যা গোয়াইনঘাট জিআর মামলা নং-২১৭/২৪।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর