১৩ ঘণ্টা পর ঢাকা-সিলেট আঞ্চলিক সড়কে যান চলাচল স্বাভাবিক

প্রকাশিত: ১:৩৬ অপরাহ্ণ, জানুয়ারি ৩, ২০১৯

১৩ ঘণ্টা পর ঢাকা-সিলেট আঞ্চলিক সড়কে যান চলাচল স্বাভাবিক

শ্রীমঙ্গল সাঁতগাও চা বাগানে ঢাকা-সিলেট আঞ্চলিক সড়কে আটকে পড়া ৪৫ টনের ক্রেনবাহী একটি ‘ল বেড ট্রেইলার’।


শ্রীমঙ্গল সংবাদদাতা
মৌলভীবাজারের শ্রীমঙ্গল সাঁতগাও চা বাগানের ভিতরে ঢাকা-মৌলভীবাজার সড়কের নির্মাণাধীন একটি ডাইভার্শনে ৪৫ টনের ক্রেনবাহী একটি ‘ল বেড ট্রেইলার’ এর চাকা ডেবে গিয়ে রাত ২টা থেকে মৌলভীবাজারের সাথে-ঢাকার যোগাযোগ বিচ্ছিন্ন ছিল।

জানা যায়, বৃহস্পতিবার দিবাগতরাত ২টা দিকে গ্যাস ফিল্ডে কাজ করে ঢাকার উদ্দেশ্যে ফিরছিলো শ্যামলিমা কোম্পানীর ক্রেনবাহী এই ‘ল বেড টেইলার’। শ্রীমঙ্গল সাঁতগাও চা বাগানের ভিতরের বিকল্প সড়কটিতে আসার সাথে সাথেই ২২ চাকার এই ‘ল বেড ট্রেইলার’ এর ৮টি চাকা ডেবে যায়। এর উপরে ঝুকিপূর্ণ অবস্থায় থাকে ৪৫ টনের একটি ক্রেন। এতে ঢাকা-সিলেটের এই আঞ্চলিক সড়কটি অনুপযোগী হয়ে পড়ায় প্রায় ১৩ ঘণ্টা যান চলাচল ছিল অস্বাভাবিক।

এ ব্যাপারে মৌলভীবাজার এলাকার ফিল্ড ইনচার্জ মো. তারেক আমিন জানান, শ্যামলিমা কোম্পানী লিমিটেড-এর হবিগঞ্জের বিবিয়ানা কাজ শেষে ল বেড ট্রেইলারটি একটি ক্রেন নিয়ে ঢাকায় ফিরছিলো। অনাকাক্সিতভাবে তার ৮টি চাকা ঘটনাস্থলে ডেবে গেলে সড়কটি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ে।

এদিকে বিকল্প রাস্তাতে এই ক্রেনটি আটকে যাওয়ার কারণে রাত থেকে সড়কের উভয় পাশে শতাধিক যানবাহন আটকা পড়ে। এতে দুর্ভোগে পড়েন হাজার হাজার যাত্রী।

সাঁতগাও হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নান্নু মন্ডল জানান, শেরপুর থেকে একটি উদ্ধারকারী ক্রেং এসে বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে ট্রেইলারটি সরিয়ে নিলে দীর্ঘ ১৩ ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়।

সর্বশেষ ২৪ খবর