ছিনতাইকারীর কবলে শাবি শিক্ষার্থী

প্রকাশিত: ৪:২৫ অপরাহ্ণ, জানুয়ারি ১৩, ২০১৯

ছিনতাইকারীর কবলে শাবি শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদন
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা।

শনিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের সৈয়দ মুজতবা আলী হলের পাশের টিলায় এ ঘটনা ঘটে।

ছিনতাইয়ের শিকার ওই শিক্ষার্থী পরিসংখ্যান বিভাগের ২০১১-১২ শিক্ষাবর্ষের গোপাল রায় তমাল ও শাহপরাণ হলের আবাসিক ছাত্র।

ছিনতাইয়ের শিকার তমাল জানান, রুমে ঘুরতে আসা ছোটো ভাইয়ের এক আত্মীয়কে সঙ্গে নিয়ে বিকেল ৪টার দিকে সৈয়দ মুজতবা আলী হলের পাশের টিলায় ঘুরতে বের হন। বিকেল ৫টা ১৫ মিনিটের দিকে সেখান থেকে ফেরার পথে দুই যুবক তাদের পথরোধ করে। ধারালো অস্ত্র দিয়ে ভয় দেখিয়ে তাদের মারধর করে। এসময় তাদের সাথে থাকা দুটি মোবাইল, দুটি মানিব্যাগ এবং সঙ্গে থাকা নগদ অর্থ ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়। পরবর্তীতে আমরা জালালাবাদ থানায় অভিযোগ দায়ের করি।

জালালাবাদ থানার উপ-পরিদর্শক অমিত সাহা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শনিবার সন্ধ্যায় এই ঘটনার অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযুক্তদের ধরা হলে তাদের বিরুদ্ধে মামলা হবে।

এ ঘটনায় শাবি প্রক্টর জহীর উদ্দিন আহমেদ বলেন, বিষয়টি শোনার পর তাৎণিতভাবে আমি তা জালালাবাদ থানায় জানিয়েছি, তারা ব্যবস্থা গ্রহণ করবে। তবে শিক্ষার্থীদের উচিৎ সন্ধ্যার পর টিলায় অবস্থান না করা।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর