সিকৃবিতে গণতান্ত্রিক শিক্ষক পরিষদের নবনির্বাচিত কমিটি গঠন

প্রকাশিত: ৩:০৪ অপরাহ্ণ, জানুয়ারি ১৬, ২০১৯

সিকৃবিতে গণতান্ত্রিক শিক্ষক পরিষদের নবনির্বাচিত কমিটি গঠন

সিকৃবি প্রতিনিধি
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে গণতান্ত্রিক শিক্ষক পরিষদের এক বছর মেয়াদী নতুন কমিটি নির্বাচিত হয়েছে। বুধবার বিকেলে অনুষ্ঠিত নির্বাচনে জয়লাভ করে সভাপতি হিসেবে বিশ্ববিদ্যালয়ের কৃষি অর্থনীতি ও ব্যাবসায় শিক্ষা অনুষদের গ্রামীণ সমাজবিজ্ঞান ও উন্নয়ন বিভাগের অধ্যাপক ড. মিটু চৌধুরী সভাপতি এবং ভেটেরিনারি, অ্যানিমেল ও বায়োমেডিকেল সায়েন্সেস অনুষদের মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ মাহফুজুর রহমান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে অভিনন্দন জানিয়েছেন গণতান্ত্রিক শিক্ষক পরিষদের শিক্ষকবৃন্দ, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি ও অন্যান্য সংগঠন।

উল্লেখ্য, ‘প্রগতির পথে, বঙ্গবন্ধুর আদর্শে, বাঙালী জাতীয়তার চেতনায় বিশ্বাসী অরাজনৈতিক সংগঠন এই মূলমন্ত্র নিয়ে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে গণতান্ত্রিক শিক্ষক পরিষদ ২০০৮ সালের অক্টোবর মাসে যাত্রা শুরু করে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর