ঢাকা ১২ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৩৭ অপরাহ্ণ, জানুয়ারি ২৭, ২০১৯
ডেস্ক প্রতিবেদন
চিকিৎসকদের উপজেলা পর্যায়ের হাসপাতালে এক বছর থাকতে হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার সকাল ১০টায় স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় পরিদর্শনে গিয়ে তিনি একথা জানান।
শেখ হাসিনা বলেন, ‘চিকিৎসকদের দুই বছর ইন্টার্নশিপের ব্যবস্থা করতে হবে, এক বছর থাকতে হবে উপজেলা পর্যায়ের হাসপাতালে। ’
দায়িত্ব পালনে ডাক্তার ও নার্সদের অবহেলা পেলে চাকরি থাকবে না বলেও হুঁশিয়ারি দেন প্রধানমন্ত্রী।তিনি বলেন, ‘রোগীদের যথাযথ সেবা দিতে হবে। নতুবা আপনাদের ওএসডি করা হবে, চাকরি থাকবে না।’
আওয়ামী লীগ সভাপতি বলেন, ‘সবাই যেন সঠিক শিা নিয়ে চিকিৎসক হন, সেজন্য মনিটর বাড়াতে হবে। যারা রোগীর সেবা করবে না তাদের এই পেশায় আসার দরকার নেই।’
বেসরকারি মেডিকেল কলেজের শিার মান বাড়ানোর তাগিদ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘বেসরকারি মেডিকেল কলেজের প্রতি আরও নজর দেওয়া প্রয়োজন। মান ও সেবা দুটোরই উন্নয়ন প্রয়োজন। আগামীতে প্রতিটি বিভাগীয় শহরে আরও বড় মাপের হাসপাতাল গড়ে তোলা হবে।’
তিনি আরও জানান, আগামীতে ঢাকা মেডিকেল কলেজ আরও সম্প্রসারণ করা হবে। আটটি বিভাগীয় শহরে ১০০ শয্যা বিশিষ্ট ক্যানসার হাসপাতাল স্থাপন করা হবে। ১০ হাজার চিকিৎসক নিয়োগের প্রক্রিয়া চলমান রয়েছে৷
মন্ত্রণালয়ের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘মেডিকেল কলেজগুলোতে চিকিৎসা বিদ্যায় পর্যাপ্ত শিকের অভাব রয়েছে৷ তাদের উৎসাহিত করতে প্রণোদনার ব্যবস্থা করা যেতে পারে। রোগীদের নিবিড় সেবা দিতে নার্সদের কর্মপরিধি সুনির্দিষ্ট করা প্রয়োজন।’
সব সরকারি হাসপাতালে রেফারেল পদ্ধতি চালু করা হবে বলেও জানান শেখ হাসিনা। তিনি বলেন, ‘চিকিৎসকদের হাসপাতালে উপস্থিতি নিশ্চিতে বায়োমেট্রিক পদ্ধতি চালু করতে হবে।’
স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় পরিদর্শনের সময় মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন প্রধানমন্ত্রী। এ সময় সভায় স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী জাহিদ মালেক, সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech