ডা. আকাশের আত্মহত্যায় স্ত্রী মিতুর ৩ দিনের রিমান্ড

প্রকাশিত: ৪:০৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৪, ২০১৯

ডা. আকাশের আত্মহত্যায় স্ত্রী মিতুর ৩ দিনের রিমান্ড

ডেস্ক প্রতিবেদন
চট্টগ্রামে স্ত্রীকে দায়ী করে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক ডা. আকাশের আত্মহত্যার ঘটনায় তার স্ত্রী ডা. তানজিলা হক মিতুর তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার দুপুরে চট্টগ্রাম মহানগর আদালত শুনানি শেষে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে ডা. আকাশের মা বাদী হয়ে আকাশের স্ত্রী মিতুসহ পাঁচজনের নাম উল্লেখ করে এবং আরো তিন/চারজনকে অজ্ঞাত আসামি করে আত্মহত্যার প্ররোচণার দায়ে মামলা দায়ের করেন।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার (উত্তর) মো. মিজানুর রহমান মিতুর তিন দিনের রিমান্ড মঞ্জুরের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘তানজিলা হক চৌধুরী মিতুর সাত দিনের রিমান্ড চেয়ে গত শনিবার আদালতে আবেদন জানানো হয়েছিল। সোমবার শুনানির নির্ধারিত দিনে শুনানি শেষে মিতুকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।’

এই মামলায় মিতু ছাড়াও অন্যান্য আসামি হলেন- মিতুর মা শামীম শেলী (৪৯), বাবা আনিসুল হক চৌধুরী (৫৫), বোন সানজিলা হক চৌধুরী আলিশা (২১), মিতুর দুই ছেলে বন্ধু উত্তম প্যাটেল ও ডা. মাহবুবুল আলম (২৮)।

উল্লেখ্য, গত শুক্রবার ভোরে স্ত্রীর সাথে ঝগড়ার পর স্ত্রীকে বাবার হাতে তুলে দিয়ে নিজ শরীরে ইনজেকশন পুশ করে আত্মহত্যা করেন ডা. মোস্তফা মোরশেদ আকাশ। এর আগে আত্মহত্যার জন্য স্ত্রীর একাধিক পরকীয়ার সম্পর্কের কথা তুলে ধরে ফেসবুকে ছবিসহ স্ট্যাটাস দেন আকাশ। ঘটনার পর চট্টগ্রামে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়। একই দিন রাতে নগরীর নন্দনকানন এলাকা থেকে মিতুকে গ্রেপ্তার করে চট্টগ্রাম নগর পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের সদস্যরা।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর