গণতন্ত্র ও সংবাদমাধ্যমকে পরস্পর হাত ধরাধরি করে চলতে হয়: প্রধান বিচারপতি

প্রকাশিত: ৫:০৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৫, ২০১৯

গণতন্ত্র ও সংবাদমাধ্যমকে পরস্পর হাত ধরাধরি করে চলতে হয়: প্রধান বিচারপতি

ডেস্ক প্রতিবেদন
প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বলেছেন, একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রকাঠামোয় গণতন্ত্র ও সংবাদমাধ্যমকে পরস্পর হাত ধরাধরি করে চলতে হয়।

মঙ্গলবার (৫ ফেব্রুয়ারি) সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনের শহীদ শফিউর রহমান মিলনায়তনে ‘আইনে তারুণ্য’ সংকলন বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

‘আইনে তারুণ্য’ বইটি সংকলন করেছেন আইন ও মানবাধিকার বিষয়ক সাংবাদিকদের সংগঠন ল’ রিপোর্টার্স ফোরামের সদস্য ও রাইজিংবিডি ডটকমের সুপ্রিম কোর্ট প্রতিবেদক মেহেদী হাসান ডালিম।

সৈয়দ মাহমুদ হোসেন বলেন, ‘একটি গণতান্ত্রিক, স্বাধীন ও সার্বভৌম দেশে সংবাদমাধ্যমের অনুপস্থিতির কথা ভাবাই যায় না। কেননা, একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রকাঠামোয় গণতন্ত্র ও সংবাদমাধ্যম পরস্পর হাত ধরাধরি করে চলতে হয়। সঙ্গত কারণেই সাংবাদিকতাকে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে মূল্যায়ন করা হয়।’

সমাজে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা প্রসঙ্গে প্রধান বিচারপতি বলেন, ‘মানুষের জানার অধিকার এবং গণমাধ্যমের তথ্য জানানোর দায়বদ্ধতার প্রশ্নে সামাজিক অঙ্গীকার নিয়ে সাংবাদিকরা প্রতিনিয়ত কাজ করছেন। সমাজের অসঙ্গতি দূরীকরণে এবং সুন্দর সমাজ বিনির্মাণে সাংবাদিকতা তথা গণমাধ্যমের ভূমিকা অনস্বীকার্য।’
সৈয়দ মাহমুদ হোসেন বলেন, ‘আইন-আদালত, আইনশৃঙ্খলা, মানবাধিকার এবং আইনি সেবা-সংক্রান্ত তথ্য আইন সাংবাদিকতার মাধ্যমে উঠে আসে। সাংবাদিকরা সাধারণ জনগণ তথা বিচারপ্রার্থী জনগণের আশা-আকাঙ্ক্ষা, প্রাপ্তি-অপ্রাপ্তি এবং লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে সংবাদ প্রকাশ করে সংশ্লিষ্ট সবাইকে সচেতন করার দায়িত্ব পালন করে। ফলে আইনাঙ্গনের সঙ্গে সাংবাদিকতার সম্পর্ক অত্যন্ত নিবিষ্ট।’

প্রধান বিচারপতি বলেন, ‘আমি বিশ্বাস করি সাংবাদিকরা মহান মুক্তিযুদ্ধ ও দেশপ্রেমের চেতনায় উজ্জীবিত হয়ে দেশ ও জাতি গঠনে সচেষ্ট থাকবেন।’

সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি জয়নুল আবেদীনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন হাইকোর্ট বিভাগের বিচারপতি নাইমা হায়দার, রাইজিংবিডি ডটকম-এর প্রকাশক এস এম জাহিদ হাসান, ল’ রিপোর্টার্স ফোরামের সভাপতি সাঈদ আহমেদ খান, রাজনীতিক ববি হাজ্জাজ, ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু, কাজী জয়নুল আবেদীন, ল’ রিপোর্টার্স ফোরামের সাবেক সভাপতি ও দৈনিক কালের কণ্ঠের বিশেষ প্রতিনিধি এম বদি-উজ-জামান, ডেইলি স্টারের জ্যেষ্ঠ প্রতিবেদক আশুতোষ সরকার প্রমুখ।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর