ঢাকা ১৩ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৪৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৯, ২০১৯
ডেস্ক প্রতিবেদন
দুর্নীতি মামলায় সাজা ভোগরত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ভবিষ্যৎ আদালতই নির্ধারণ করবে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। খালেদা জিয়াকে মুক্ত করার যে আন্দোলন বিএনপি করেছে তা নিজেদের মধ্যে বিশ্বাস আর সমন্বয়হীনতার কারণে দুর্বল ছিল বলে মনে করেন আওয়ামী লীগের এই নেতা।
শনিবার সকালে রাজধানীর মৌচাকে একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই বক্তব্য করেন। বার্তা সংস্থা ইউএনবি কার্যালয়ে তাদের জেলা প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথি ছিলেন তথ্যমন্ত্রী।
বিএনপির সমালোচনা করে হাছান মাহমুদ বলেন, ‘গত দশ বছরে বিএনপির রাজনীতি খালেদা ও তারেক জিয়াকে অপরাধের বিচারের হাত থেকে বাঁচানো, তত্ত্বাবধায়ক সরকারের দাবি, নির্বাচন বানচাল করার অপচেষ্টাতেই সীমাবদ্ধ ছিল, জনগণের জন্য কিছু ছিল না। এসব করতে গিয়ে বিএনপি জনগণকে পুড়িয়ে মেরেছে, রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করেছে। ফলে ক্রমেই জনগণ থেকে দূরে সরে গেছে তারা।’
ওবায়দুল কাদেরকে বিএনপিতে যোগদানে রিজভীর আহ্বান প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে হাছান মাহমুদ বলেন, ‘রিজভী সাহেবের এধরনের মন্তব্য কতটা শালীন, তা ভাবা জরুরি। রিজভী সাহেব প্রতিদিনই একটা না একটা সংবাদ সম্মেলন করে কথা বলেন শুধু লাইমলাইটে থাকার জন্য।’
বার্তা সংস্থার অনুষ্ঠানে তথ্যমন্ত্রী গণমাধ্যমকে সমাজের দর্পণ বলে অভিহিত করে বলেন ‘বানোয়াট সংবাদ পরিবেশন প্রতিহত করতে সরকার সব গণমাধ্যমকর্মীর প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছে। কারণ, গণতন্ত্রের জন্যই গণমাধ্যমকে স্বচ্ছ ও নিরাপদ রাখা জরুরি।’
ইউএনবির প্রধান সম্পাদক এনায়েতুল্লাহ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক ও অধ্যাপক সাখাওয়াত আলী খান বক্তব্য দেন।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech