ডাকসুর ভোট গ্রহণ ১১ মার্চ

প্রকাশিত: ২:৫৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১১, ২০১৯

ডাকসুর ভোট গ্রহণ ১১ মার্চ

ডেস্ক প্রতিবেদন
আগামী ১১ মার্চেই হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন। সোমবার (১১ফেব্র“য়ারি)সকালে আনুষ্ঠানিকভাবে নির্বাচনের তফসিল ঘোষণা করেছেন নির্বাচন পরিচালনায় নিযুক্ত প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক এসএম মাহফুজুর রহমান। সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের সম্মেলনকে ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। এসময় অন্যদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের হলগুলোর প্রাধ্য, প্রক্টর ও নির্বাচন পরিচালনায় নিযুক্ত রিটার্নিং কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন, ডাকসু নির্বাচন ঘিরে গঠিত বিভিন্ন কমিটির সদস্যরাও৷ মনোনয়ন বিতরণ ১৯-২৫ ফেব্র“য়ারি, মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ২৬ ফেব্র“য়ারি। মনোনয়নপত্র প্রত্যাহার শেষ সময় ২ মার্চ। চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে ৩ মার্চ। আর নিজ নিজ হলে অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ।

এখন থেকে ২৮ বছর পূর্বে ১৯৯০ সালের ৬ জুন সর্বশেষ অনুষ্ঠিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন। তখন রাষ্ট্রীয় মতায় ছিলেন স্বৈরশাসক হুসেইন মুহম্মদ এরশাদ। এরপর দীর্ঘ এ সময়ে শিক, কর্মকর্তা-কর্মচারীদের বিভিন্ন কমিটির নির্বাচন হলেও অধরাই থেকে যায় দেশের দ্বিতীয় পার্লামেন্টখ্যাত ডাকসু নির্বাচন। শিক-শিার্থীসহ বিভিন্ন মহল থেকে বিভিন্ন সময় দাবি উঠলেও শেষ পর্যন্ত তা আর হয়নি। তবে সম্প্রতি আদালতের আদেশে অনেকটা নিরূপায় হয়েই ডাকসু নির্বাচনের আয়োজন করছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপ।

খোঁজ নিয়ে জানা যায়, ১৯২১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) প্রতিষ্ঠা হয় ১৯২৪ সালে। ১৯৫৩ সালের আগ পর্যন্ত ডাকসুর সহ-সভাপতি বা ভিপি মনোনয়ন করা হতো। ১৯৫৩ সালে ডাকসুর প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয়। স্বাধীনতা পরবর্তী ৪৭ বছরে মাত্র ৭ বার অনুষ্ঠিত হয়েছে ডাকসু নির্বাচন।স্বাধীনতার আগে শুধু ১৯৬৫-৬৬ ও ১৯৬৯-৭০ সালে এ নির্বাচন হয়নি। স্বাধীনতার পর বঙ্গবন্ধু সরকারের শুরুতেই ১৯৭২-৭৩ সেশনে ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়। ১৯৭৩-৭৪ সালেও নির্বাচন দেওয়া হয়েছিল, তবে সেটা পণ্ড হয়ে যায়। এর পর সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আমলে দুবার ১৯৭৯-৮০ ও ১৯৮০-৮১ সালে নির্বাচন অনুষ্ঠিত হয়। জিয়া পরবর্তী আবদুস সাত্তার সরকারের আমলে একবার ১৯৮২-৮৩ সালে এবং হুসেইন মুহম্মদ এরশাদের আমলে দুবার ১৯৮৯-৯০ ও ১৯৯০-৯১ সেশনে ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়। ১৯৯০ সালে এরশাদ সরকারের পতনের পর গত ২৮ বছরে আর এই নির্বাচন হয়নি। ১৯৯৮ সালে সর্বশেষ কমিটি বিলুপ্ত করা হয়।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর