ঢাকা ১৩ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৪৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১২, ২০১৯
ডেস্ক প্রতিবেদন
ঢাকায় নিযুক্ত পাকিস্তানের ভারপ্রাপ্ত হাইকমিশনার শাহ ফয়সাল কাকারকে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। বাংলাদেশ ও বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি এবং অপপ্রচারের প্রতিবাদে তাকে তলব করা হয়।
মঙ্গলবার বিকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাক হাইকমিশনারকে তলব করে তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ। তাকে তলব করেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের দণি এশিয়া অনুবিভাগের মহাপরিচালক তারিক মোহাম্মদ।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, পাকিস্তানের একটি সরকারি প্রতিষ্ঠানের ওয়েবসাইটে বাংলাদেশ ও বঙ্গবন্ধুকে নিয়ে আপত্তিকর তথ্য প্রচার করেছে দেশটি। বিষয়টি নজরে আসায় মঙ্গলবার বিকালে ঢাকায় নিযুক্ত পাকিস্তানের ভারপ্রাপ্ত হাইকমিশনার শাহ ফয়সাল কাকারকে তলব করে এর তীব্র প্রতিবাদ জানানো হয়।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech