আগামী দুই মাসে ৫০০০ চিকিৎসক নিয়োগ: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত: ৩:৫৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৪, ২০১৯

আগামী দুই মাসে ৫০০০ চিকিৎসক নিয়োগ: স্বাস্থ্যমন্ত্রী

ডেস্ক প্রতিবেদন
আগামী দুই মাসের মধ্যে ৫ হাজার ডাক্তার নিয়োগ দেয়া হবে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

তিনি বলেছেন, হাসপাতালগুলোতে ডাক্তার সংকট কাটানোর জন্য ১০ হাজার ডাক্তার নিয়োগের প্রক্রিয়া চলছে। আগামী দুই মাসের মধ্যে ৫ হাজার ডাক্তার নিয়োগ দেয়া হবে। নিয়োগ প্রক্রিয়া শেষ হলে হাসপাতালগুলোতে কোনো ডাক্তার সংকট থাকবে না।

বৃহস্পতিবার সংসদে সরকারি দলের সদস্য আতিউর রহমান আতিকের এক সম্পূরক প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এ তথ্য জানান তিনি।

বিরোধী দলের সদস্য ফখরুল ইমামের অপর এক সম্পূরক প্রশ্নের জবাবে জাহিদ মালেক বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয় দেশের ১৬ কোটি মানুষের স্বাস্থ্যসেবা দিয়ে থাকে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই মন্ত্রণালয়ের কাজের মাধ্যমে অনেকগুলো পুরস্কার পেয়েছেন। মানুষের গড় আয়ু ৭২ বছর হয়েছে। শিশু ও মাতৃমৃত্যুর হার কমেছে। বিশাল কর্মযজ্ঞে কিছু ভুলত্রুটি থাকতেই পারে।

তিনি বলেন, দুর্নীতি দমন কমিশনের টিম কয়েকটি হাসপাতালে গিয়েছিল, সেখানে ডাক্তারদের উপস্থিতি দেখার জন্য। যদি কেউ কর্মক্ষেত্রে অনুপস্থিত থাকেন, এটাও এক ধরনের দুর্নীতি। তারা কিছু পরামর্শ দিয়েছেন। আমরা এগুলো দেখছি, নিজস্ব নীতিমালার মধ্যে থেকে কোনগুলো গ্রহণ করবো এটা আমরা দেখবো। তবে মন্ত্রণালয়ে যাতে দুর্নীতি না হয়, সে ব্যাপারে অবশ্যই চেষ্টা করবো।

মন্ত্রী বলেন, উপজেলা হাসপাতালে ডাক্তার না থাকার বিষয়ে যে অভিযোগ রয়েছে তা কাটিয়ে সার্বক্ষণিক যাতে ডাক্তার থাকে এ ব্যাপারে উদ্যোগ নেয়া হয়েছে। প্রতিটি উপজেলায় ৬ জন করে ডাক্তার দেয়ার জন্য ইতোমধ্যে নির্দেশনা দেয়া হয়েছে।

তিনি বলেন, ডাক্তারদের উপস্থিতি নিশ্চিত করতে মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর, বিভাগীয় অফিসগুলোতে মনিটরিং সেল গঠন করা হয়েছে। ইতোমধ্যে এই মনিটরিং সেল কাজ শুরু করেছে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর