বিক্ষোভের প্রস্তুতিকালে জেলা বিএনপির ৮ নেতাকর্মী আটক

প্রকাশিত: ৫:১০ অপরাহ্ণ, অক্টোবর ৩০, ২০১৮

বিক্ষোভের প্রস্তুতিকালে জেলা বিএনপির ৮ নেতাকর্মী আটক

নিজস্ব প্রতিবেদক
বিক্ষোভের প্রস্তুতিকালে সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদসহ ৮ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার বিকেলে নগরীর চৌহাট্টায় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে দলের নেতাকর্মীরা জড়ো হলে পুলিশ সেখান থেকে তাদের আটক করে থানায় নিয়ে যায়।
জিয়া দাতব্য ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়ার সাজার রায়ের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সিলেটে এ বিােভ কর্মসূচির আয়োজন করা হয়েছিল।
আটককৃতদের মধ্যে জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আলী আহমদ ছাড়াও জেলার যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল হক চৌধুরী, সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান আবুল কাশেমও রয়েছেন বলে দলীয় সূত্র জানিয়েছে। সন্ধ্যায় এরিপোর্ট লেখা পর্যন্ত তাদেরকে কোতোয়ালী মডেল থানায় রাখা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর