সুন্দর সমাজ গড়তে রোটারিয়ানরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন : মোহাম্মদ আসাব উদ্দিন

প্রকাশিত: ১১:৪৫ পূর্বাহ্ণ, নভেম্বর ৪, ২০১৮

সুন্দর সমাজ গড়তে রোটারিয়ানরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন : মোহাম্মদ আসাব উদ্দিন

মেজর জেনারেল (অব.) মোহাম্মদ আসাব উদ্দিন এনডিসি, পিএসসি বলেছেন, আর্তমানবতার সেবায় রোটারিয়ানরা উল্লেখযোগ্য অবদান রেখে যাচ্ছেন। শিা, স্বাস্থ্য, বাসস্থানসহ বিভিন্ন েেত্র তারা কাজ করে যাচ্ছেন। রোটারী বিশ্বব্যাপী সবচেয়ে বড় সার্ভিস অর্গানাইজেশন। প্রাচীনতম এ সংগঠনটি বিশ্বব্যাপী অনেক প্রশংসীয় কাজ করে সারা বিশ্বে সবার দৃষ্টি আকর্ষণে সমর্থ হয়েছে। বিশ্ব থেকে পোলিও নির্মূলে রোটারীর অবদান অনস্বীকার্য।

রোটারী কাব অব মেট্রোপলিটন সিলেট এর নতুন কমিটির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

দুটি পর্বে অনুষ্ঠিত অভিষেক অনুষ্ঠানের প্রথম পর্বে সভাপতিত্ব করেন আইপিপি রোটা: তৌফিক বকস্, দ্বিতীয় পর্বে সভাপতিত্ব করেন রোটা: কাব প্রেসিডেন্ট রোটা: আবু সুফিয়ান।

অনুষ্ঠানের শুরুতে মহাগ্রন্থ আল কোরআন থেকে অর্থ সহ তেলাওয়াত করেন রোটা: ইঞ্জিনিয়ান মইনুল ইসলাম চৌধুরী। রোটারী ইনভোকেশন পাঠ করেন প্রেসিডেন্ট ইলেক্ট রোটা: আহসান আহমদ খান।

১৪তম অভিষেক কমিটির চেয়ারম্যান পিপিএম নুরুল হক সোহেলের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ডিষ্ট্রিক্ট গভর্ণর দিলনাশীন মোহসেন, পিডিজি ড. মঞ্জুরুল হক চৌধুরী, পিডিজি শহিদ আহমদ চৌধুরী, আই পিডিজি ড. মো. তৈয়ব চৌধুরী, ডিজিএন ড. বেলাল উদ্দিন আহমদ, ডেপুটি গভর্ণর মো. কবির উদ্দিন এবং এ্যাসিস্টটেন্ট গভর্ণর মোহাম্মদ আজিজুর রহমান। প্রধান অতিথির বায়োগ্রাফী পাঠ করেন রোটা: পিপি মোশাররফ হোসেন জাহাঙ্গীর।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, পিপি এম এ মান্নান, পিপি ফারুক আহমেদ, পিপি নাজির আহমদ আজাদ, পিপি কাজী ময়নুল ইসলাম হেলাল, পিপি ইয়াকুতুল গণি ওসমানী, রোটা: রেহান উদ্দিন রায়হান, রোটা: মো. সাইফুর রহমান, রোটা: ইকবাল হোসেন, রোটা: তোফাজ্জুল হোসেন, রোটা: আখতার চৌধুরী রুবেল, রোটা: সোহাদ রব চৌধুরী, রোটা: ইলিয়াছুর রহমান, রোটা: আব্দুল বাছিত, রোটা: দেওয়ান রুশু চৌধুরী, রোটা: রেজাউল করিম, রোটা: আব্দুল জলিল, রোটা: জাফর তাইয়ার, রোটা: ইখতিয়ার আহমদ চৌধুরী, রোটা: আবুল হোসেন, রোটা: ফয়সল আহমদ, রোটা: এডভোকেট আজিম উদ্দিন, রোটা: নিজাম উদ্দিন, রোটা: তাজ উদ্দিন খান, রোটা: ইনাম আহমদ, রোটা: আহমদ এহিয়া সাদী, রোটা: আসাদুজ্জামান রনি, রোটা: রাহাত আফজা মিলি, রোটা: সুলতানা চৌধুরী প্রমুখ।

মেজর জেনারেল (অব.) আসাব উদ্দিনকে অনারারী মেম্বার হিসেবে রোটারী পিন পরিয়ে দেন ডিষ্ট্রিক্ট গভর্ণর দিলনাশীন মোহসেন। ভোট অব থ্যাক্টস প্রদান করেন পিপি এম এ মান্নান। অভিষেক অনুষ্ঠানে মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা ছিল সবার নজর কাড়ার মতো। রোটা: মো. রেহান উদ্দিন রায়নের সম্পাদনায় একটি দৃষ্টিনন্দন স্যুভেনির ‘দ্যা জাফলং’ এর মোড়ক উন্মোচন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ। অনুষ্ঠান শেষে আকর্ষনীয় অনটাইম লটারি, র‌্যাফেল ড্র ও ফেলোশীপ ডিনার পরিবেশন করা হয়। সংবাদ বিজ্ঞপ্তি।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর