দরিদ্র যুবককে রোটারী কাব মেট্রোপলিটনের গাড়ী প্রদান

প্রকাশিত: ৩:৫১ অপরাহ্ণ, নভেম্বর ৫, ২০১৮

দরিদ্র যুবককে রোটারী কাব মেট্রোপলিটনের গাড়ী প্রদান

রোটারী কাব অব মেট্রোপলিটন সিলেটের উদ্যোগে রোববার নগরের কাজিটুলায় দরিদ্র ও অসহায় বেকার যুবককে বাহার উদ্দিনকে একটি ব্যাটারি চালিত অটো থ্রি হইলার গাড়ি প্রদান করা হয়।

এতে উপস্থিত ছিলেন ডিষ্ট্রিক্ট গভর্ণর দিলনাশী মোহসেন, পিডিজি ডা. মঞ্জুরুল হক চৌধুরী, পিডিজি শহীদ আহমদ চৌধুরী, আপিডিজি প্রফেসর তৈয়ব চৌধুরী, ডিজিই ড. বেলাল আহমদ, সুরমা জোনের জেনাল কো-অর্ডিনেটর পিপি এম. নূরুল হক সোহেল, কাবের এ্যাস্যাইন এ্যাসিটেন্ট গভর্ণর পিপি আজিজুর রহমান, কাব প্রেসিডেন্ট আবু মো. আবু সুফিয়ান, কাব সেক্রেটারী মো. ইকবাল হোসেনসহ কাব সদস্যরা উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর