ঢাকা ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:১১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৬, ২০১৯
বিজয়ের কন্ঠ ডেস্ক :: মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে ৬০ পিচ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক করা হয়েছে।
বুধবার (২৫ সেপ্টেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালি মডেল থানাধীন লোহারপাড়া থেকে তাদের আটক করে বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
অভিযানে নেতৃত্ব দেন মহানগর গোয়েন্দা পুলিশের এসআই মো. আবুল কালাম আজাদ। তার সঙ্গে ছিলেন এসআই এসএম জয়নাল আবেদীন, এমসআই রফিকুল ইসলাম, এএসআই ক্ষিরোদ চন্দ্র চন্দ এবং অন্যান্য ফোর্সসহ মহানগর গোয়েন্দা পুলিশের টহলরত টিম।
সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, কোতোয়ালী মডেল থানাধীন লোহারপাড়া সাকিনস্থ মো. আব্দুল মুকিত মিয়ার একতলা পাকা বাড়ীর পিছনের কক্ষে অভিযান পরিচালনা করে ৬০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে জানা যায়, লিমন মিয়া (৩৫) ও রাসেদ (৩২), নিকট থেকে উক্ত ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে তারা শহরের বিভিন্ন এলাকায় বিক্রি করে থাকে। লিমন ও রাসেলকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
গ্রেপ্তারকৃত আসামির নাম ও ঠিকানা- মিলাদ নূর (৪৫), পিতা-মৃত আব্দুন নূর, মাতা-মৃত গুলসান আরা বেগম, সাং-শাহীঈদগাহ ধানসীড়ি-৪৬, থানা: কোতোয়ালী, জেলা: সিলেট, ও মুন্না মিয়া (২৯), পিতা-মৃত আব্দুর রহমান, মাতা-আমেনা বেগম, সাং-ডুঙ্গিয়া, শান্তিগঞ্জ, থানা: দক্ষিণ সুনামগঞ্জ, জেলা: সুনামগঞ্জ বর্তমানে লোহার পাড়া আব্দুল মুকিত এর ভাড়াবাসা, থানা: কোতোয়ালী, জেলা: সিলেট।
এসআই আবুল কালাম আজাদ বাদী হয়ে উক্ত আসামিদের বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় এজাহার দায়ের করলে তাদের বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানার মামলা নং- ৬৩ তারিখ- ২৬/০৯/২০১৯খ্রিঃ ধারা- ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর টেবিল ১০(ক)/৪১ রুজু হয় বলে জানায় পুলিশ।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech