আর্ন্তজাতিক বাণিজ্য মেলায় প্রথম পর্বের র‌্যাফেল ড্র ও আলোচনা সভা

প্রকাশিত: ৪:৪১ অপরাহ্ণ, নভেম্বর ১১, ২০১৮

আর্ন্তজাতিক বাণিজ্য মেলায় প্রথম পর্বের র‌্যাফেল ড্র ও আলোচনা সভা

সিলেট ১৪তম আর্ন্তজাতিক বাণিজ্য মেলা প্রথম পর্বের র‌্যাফেল ড্র ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাতে সিলেট সদর উপজেলার শাহী ঈদগাহ খেলার মাঠে সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ ও মনিপুরি তাতীঁ শিল্প ও জামদানি বেনারশি কল্যাণ ফাউন্ডেশন এর সার্বিক ব্যবস্থাপনায় আলোচনা সভা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়।

সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর সভাপতি খন্দকার সিপার আহমদের সভাপতিত্বে ও রজত কান্তি এবং জান্নাত নাজ আশা’র যৌথ পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিলেট মেট্রোপলিট পুলিশের কমিশনার গোলাম কিবরিয়া বলেন, প্রতি বছরের ন্যায় এবছরও সিলেটের মানুষের মধ্যে আন্দন উল্লাস জাগাতে বর্ণাঢ্য আয়োজন। ছোট পরিসরে হলেও অত্যান্ত আন্দময় পরিবেশে আন্তর্জাতিক বাণিজ্য মেলা অব্যাহত রয়েছে। আশাকরি ভবিষ্যতে মানুষের বিভিন্ন সামগ্রীক চাহিদা পুরণে আন্তর্জাতিক বাণিজ্য মেলা পুনরায় অনুষ্ঠিত হবে। মেলায় মানুষের জান মালের নিরাপত্তা নিশ্চিতে সিলেটের পুলিশ প্রশাসন যতটুকু সহযোগিতার প্রয়োজন তা অব্যাহত রাখবে।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ।

এছাড়াও বক্তব্য রাখেন সিলেট চেম্বারের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মাসুদ আহমদ চৌধুরী, মেলা পরিচালনা কমিটির আহবায়ক মুশফিক জায়গীরদার, সিলেট চেম্বারের পরিচালক সাঈদুর রহমান, সিলেট চেম্বারের পরিচালক আব্দুর রহমান, আব্দুর রহমান জামিল, মনিপুরি তাতীঁ শিল্প ও জামদানি বেনারশি কল্যাণ ফাউন্ডেশন এর সভাপতি হাজ্বি আব্দুল গফফার, আমির হোসেন প্রমুখ।

আলোচনা সভা শেষে মেলায় দর্শনার্থীদের আকষণীয় প্রথম পর্বের র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। র‌্যাফেল ড্র পুরস্কার বিজয়ীরা হলেন- ১ম পুরস্কার প্রাইভেট কার ১টি’র কোপন নাম্বার খ নং ১২০৭০৫, ২য় টিভিএস মোটর সাইকেল ১টি’র কোপন নাম্বার ঙ নং ১৪৫৩৪, ৩য় রানার চিতা মোটর সাইকেল ১টি’র কোপন নাম্বার গ নং ১৫২৩৬৯, ৪র্থ রানার ৮০ মিমি মোটর সাইকেল ১টি’র কোপন নাম্বার খ ৭১৫২৬, ৫ম ৮.৫ সিএফটি ফ্রিজ ১টি’র কোপন নাম্বার ঙ ১৭১০২৫, ৬ষ্ট সাড়ে ৩২ ইঞ্চি এলইডি টিভি ১টি’’র কোপন নাম্বার ঘ ১৫০০০৯, ৭ম ইলেকটিক ওভেন ১টি’র কোপন নাম্বার ঘ ১৫৬৬২৬, ৮ম মোবাইল ফোন ৬টি’র কোপন নাম্বার ঘ ১৭৬৩৩, ঘ ১৬১৩৪২, ঙ ১৭১০৭১, ১৬৯০৮৮, ঘ ১৮৬৯০, ঘ ৪৪৫৫১, ৯ম আকর্ষনিয় পুরস্কার ১৮টি কোপন নাম্বর ১০৪৬২৭, ১৪৫৯৮২, ৪৩৫৮২, ৫৯৩০১, ১২২০৬৮, ১৪৫৯৮২, ৪৩৫৮২, ৫৯৩০১, ১২২০৬৮, ৩৫১৬৪, ১৬৫৪৮৮, ১০৭২৮৪, ১৫৪০৫, ১৩৮০৪৮, ৮৯৪১, ৯১৬০১, ১৮৩০৭, ২১৪০৫, ১৬১৭০৫, ১৪০০৪০, ১৫৩৯৮৬, ১২৪৫০০। সংবাদ বিজ্ঞপ্তি।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর