ঢাকা ১২ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৫০ অপরাহ্ণ, ডিসেম্বর ২৪, ২০১৯
কানাইঘাট প্রতিনিধিঃ কানাইঘাট পৌর শহরে অবস্থিত আইডিয়াল স্কুলের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ, ও কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরন করা হয়েছে। এ উপলক্ষ্যে মঙ্গলবার সকাল ১১ টায় স্কুল প্রাঙ্গনে এক অনুষ্টানের আয়োজন করা হয়। স্কুলের প্রধান শিক্ষক ফজলুল হক সুহেলের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক ইসমাঈল আলীর পরিচালনায় এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কানাইঘাট পৌরসভার মেয়র নিজাম উদ্দিন। প্রধান বক্তা ছিলেন কানাইঘাট থানার অফিসার ইনচার্জ শামসুদ্দোহা পিপিএম, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বড়দেশ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর উদ্দিন, কানাইঘাট পৌরসভার কাউন্সিলর বিলাল আহমদ, সাবেক কাউন্সিলর আব্দুল মালিক (বটই মহাজন), কানাইঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, সহ-সম্পাদক আব্দুন নুর, সাংবাদিক আমিনুল ইসলাম, শাহীন আহমদ, মুমিন রশিদ, উপজেলা কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক আলমাছ উদ্দিন প্রমূখ। অনুষ্ঠানে বক্তারা বলেন, কানাইঘাট আজ শিক্ষার দিক থেকে অনেকটা এগিয়ে যাচ্ছে। পৌরশহরে আইডিয়াল স্কুলসহ অনেক মানসম্পন্ন কেজি ও মাধ্যমিক প্রতিষ্ঠান গড়ে উঠেছে। সেখানে শত শত শিক্ষার্থীরা লেখাপড়া করছেন। শিক্ষার্থীদের আরো ভাল ফলাফল অর্জনের জন্য শিক্ষকদের নিষ্ঠার সাথে পাঠদানের উপর গুরুত্বদেন বক্তারা। পৌরশহরের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের উৎসাহ-উদ্দীপনা দিতে পৌরসভার পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ^াস দেন মেয়র নিজাম উদ্দিন। থানার ওসি শামসুদ্দোহা পিপিএম বলেন, সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা যাতে করে নিরাপদে তাদের প্রতিষ্ঠানে এসে শিক্ষাগ্রহণ করতে পারেন এ জন্য কোন বখাটে চক্র বিশেষ করে ছাত্রীদের ইভটিজিং করলে তাৎক্ষণিক পুলিশ তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবেন বলে তার বক্তব্যে উল্লেখ করেন।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech