কাজির বাজার মাদরাসায় পরিবেশ বিষয়ক আলোচনা

প্রকাশিত: ৪:৪৫ অপরাহ্ণ, নভেম্বর ১৫, ২০১৮

কাজির বাজার মাদরাসায় পরিবেশ বিষয়ক আলোচনা

জামেয়া ইসলামিয়া কাজিরবাজার মাদরাসায় নাগরিক অধিকার আন্দোলন বাংলাদেশ আয়োজিত পরিবেশ বিষয়ক আলোচনাসভা বৃহস্পতিবার সন্ধ্যায় অনুষ্ঠিত হয়েছে।

আলোচনা সভায় বক্তারা বলেন, দেশ ও জাতিকে বাঁচাতে হলে পরিবেশ রার আন্দোলনে ধর্মীয় নেতাদের সম্পৃক্ত হতে হবে। পবিত্র কোরআন শরীফে আল্লাহ তালা বলেছেন, ‘স্থলে ও জলে মানুষের কৃতকর্মের দরুন বিপর্যয় ছড়িয়ে পড়েছে।’ এই বিপর্যয় প্রতিরোধ করতে হলে আমাদের পরিবেশ-প্রকৃতিকে রা করতে হবে। পরিবেশ ও প্রতিবেশ রা না করা গেলে জীববৈচিত্র বিলুপ্ত হয়ে যাবে।’

নাগরিক অধিকার আন্দোলন বাংলাদেশের সভাপতি খতিব তাজুল ইসলামের সভাপতিত্বে ও মাওলানা ফাহাদ আমানের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিশিষ্ট ব্যবসায়ী মাওলানা সিরাজুল ইসলাম সিরাজী। প্রধান আলোচকের বক্তব্য দেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন-বাপা সিলেটের সাধারণ সম্পাদক আবদুল করিম কিম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন-বাপা সিলেটের যুগ্ম- সাধারণ সম্পাদক সাংবাদিক ছামির মাহমুদ।

আরও বক্তব্য রাখেন, মাওলানা আব্দুর রহমান ইউসুফ, মুশফিকুর রহমান মামুন ও মাওলানা আব্দুল খালিক, মাদরাসার দাওরা হাদিসের ছাত্র ইকরামুল হক জুনেদ, নাহিদ আহমদ, আখতার হুসেন, মাহফুজ আহমদ, আবু তাহের, মাবরুরুল ইসলাম, কয়েস আহমদ, জাহাঙ্গীর আলম ও সায়েম আহমদ প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তি।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর