ঢাকা ৯ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:১২ অপরাহ্ণ, জানুয়ারি ২, ২০২০
নিজস্ব প্রতিবেদন : আজ বৃহস্পতিবার সিলেটে শুরু হচ্ছে দেশের সবচেয়ে মেগা ক্রিকেট আসর বঙ্গবন্ধু বিপিএলের চতুর্থ পর্বের খেলা। অংশগ্রহণকারী দলের খেলোয়াড় ও কর্মকর্তারা বুধবার সিলেটে এসে পৌঁছেছেন।
বিপিএল উপলক্ষে এবার সিলেট স্টেডিয়ামের আসন সংখ্যা বাড়ানো হয়েছে প্রায় ১০ কোটি টাকা ব্যয়ে। আগে এ স্টেডিয়ামে আসন সংখ্যা ছিল ১৩ হাজার ৫৩৩টি। বর্তমানে স্টেডিয়ামের পূর্ব দিকের গ্যালারি দ্বিতল করা হয়েছে। এ নতুন গ্যালারিতে আসন সংখ্যা থাকছে তিন হাজার ৬৬০টি। ৬১৫ ফুট দৈর্ঘ্য এবং ৪৮৫ ফুট প্রস্থের স্টেডিয়ামে সবমিলিয়ে আসন সংখ্যা দাঁড়াচ্ছে ১৭ হাজার ১৯৩টি।
এবারের বিপিএল-এ সিলেটের যত খেলা
বৃহস্পতিবার (২ জানুয়ারি) দুপুর ১টা ৩০ মিনিটে রংপুর রেঞ্জার্স বনাম রাজশাহী রয়্যালস এবং সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে সিলেট থান্ডার বনাম কুমিল্লা ওয়ারিয়র্স মুখোমুখি হবে।
পরদিন শুক্রবার (৩ জানুয়ারি), দুপুর ২টায় ঢাকা প্লাটুন বনাম খুলনা টাইগার্স এবং সন্ধ্যা ৭টায় সিলেট থান্ডার বনাম রংপুর রেঞ্জার্স।
এরপর দিন শনিবার (০৪ জানুয়ারি) দুপুর ১টা ৩০ মিনিটে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স বনাম খুলনা টাইগার্স এবং সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে সিলেট থান্ডার বনাম রাজশাহী রয়্যালস মুখোমুখি হবে।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech