ঢাকা ৯ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:০১ অপরাহ্ণ, জানুয়ারি ৫, ২০২০
ডেস্ক প্রতিবেদন : ঢাকা-চট্টগ্রাম-ঢাকার পর শেষ হলো বঙ্গবন্ধু বিপিএল’র সিলিট পর্বও। চূড়ান্ত পর্বের জন্য ফের ঢাকার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ফিরছে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক এই টুর্নামেন্ট। দুই দিন বিরতি দিয়ে মাঠে গড়াবে বল।
ঢাকার মাঠেই পর্দা নামবে বিপিএলের বিশেষ আসরের। মঙ্গলবার থেকে শুরু শেষ পর্বের খেলা। এই পর্বে মোট ফাইনালসহ মোট ১২টি ম্যাচ অনুষ্ঠিত হবে। ১৭ জানুয়ারি ফাইনাল।
সিলেট পর্বে প্লে-অফে খেলা নিশ্চিত করেছে দুই দল রাজশাহী রয়্যালস ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। দশটি করে ম্যাচ খেলে সাত জয়ে উভয় দলের পয়েন্ট ১৪। এর মধ্যে রান রেটে এগিয়ে থাকায় শীর্ষে আছে রাজশাহী; রান রেটে পিছিয়ে থাকায় দ্বিতীয়স্থানে চট্টগ্রাম।
এছাড়া বাকি দলের মধ্যে নয় ম্যাচে ছয় জয়ে ১২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে ঢাকা প্লাটুন। চতুর্থস্থানে থাকা খুলনা টাইগার্সের পয়েন্ট ১০।
বাকি তিন দলের মধ্যে তলানিতে থাকা সিলেট থান্ডারের প্লে-অফে খেলার আশা শেষ। তাদের পয়েন্ট ১১ ম্যাচে মাত্র ২। এছাড়া পাঁচ নম্বরে থাকা কুমিল্লা ওয়ারিয়র্সের সংগ্রহ ৯ ম্যাচে ৮ পয়েন্ট। ছয় নম্বরে থাকা রংপুর র্যাঞ্জার্সের পয়েন্টও ৮ পয়েন্ট।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech