ল’ইয়ার্স ফুটবল ফ্যানস আয়োজিত ৫ম প্রীতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

প্রকাশিত: ৬:৫৯ অপরাহ্ণ, জানুয়ারি ১১, ২০২০

ল’ইয়ার্স ফুটবল ফ্যানস আয়োজিত ৫ম প্রীতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

ডেস্ক প্রতিবেদন : ব্যাপক উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে সিলেট জেলা আইনজীবী সমিতির ল’ইয়ার্স ফুটবল ফ্যানস আয়োজিত ৫ম প্রীতি ফুটবল টুর্নামেন্ট শনিবার সকালে সিলেট জেলা স্টেডিয়ামে শুরু হয়েছে। দিনব্যাপী এ টুর্নামেন্টের উদ্বোধন করেন সিলেট মহানগর দায়রা জজ মো. আব্দুর রহিম। এ সময় উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুগ্ম মহানগর দায়রা ইয়াছিন আরাফাত।
উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিলেটের মহানগর দায়রা জজ মো. আব্দুর রহিম বলেন, আইনজীবীরা আইন অঙ্গনে শুধু আইন চর্চাই করেন না, এর পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চাসহ সমাজের বিভিন্ন ক্ষেত্রে বিচরণ করেন। তিনি কেলোয়াড়দের ধন্যবাদ জানিয়ে বলেন,খেলাতে আপনার অংশগ্রনের মাধ্যমে আরো একটি দল খেলায় অংশগ্রহন করতে পারলো এতে দু’জনের মথ্যে সম্প্রীতির সুষ্টি হয়। তিনি খেলোয়াড়ী মনোভাব নিয়ে প্রতিপক্ষের সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ নিয়ে খেলার আহবান জানান।

সিলেট জেলা আইনজীবী সমিতির সদস্যদের নিয়ে ৫টি বার হলের সমন্বয়ে গঠিত ৬টি দলের মধ্যে দিনব্যাপী এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। অংশগ্রহণকারী দলগুলো হচ্ছে ১নং বারের দুরন্ত একাদশ, ২নং বারের সুরমা স্পোর্টিং ক্লাব ও সোনার বাংলা ফুটবল দল, ৩নং বারের টাইগার ইলিভেন, ৪নং বারের ফোর ইলিভেন সুপার স্টার এবং ৫নং বারের দূর্বার স্পোর্টিং ক্লাব।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন টুর্নামেন্টের আয়োজক কমিটির সদস্য এডভোকেট একেএম শমিউল আলম, এডভোকেট মো. নিজাম উদ্দিন, এডভোকেট এটিএম ফয়েজ উদ্দিন, এডভোকেট মো. আতিকুর রহমান শাবু, এডভোকেট মো এমদাদুল হক, এডভোকেট মো গোলাম রাজ্জাক চেীধুরী জুবের, এডভোকেট মো আব্দুল মজিদ খান মানিক, এডভোকেট আলী মোস্তফা মিশকাতুন নুর, এডভোকেট মাহফুজুর রহমান, এডভোকেট দিলীপ কুমার কর, এডভোকেট বিজয় কুমার দেব বুলু, এডভোকেট মো মিছবাহুর রহমান আলম, এডভোকেট বদরুল আহমদ চেীধুরী, এডভোকেট মো ফখরুল ইসলাম, এডভোকেট মো আজমল আলী, এডভোকেট রঞ্জিত চন্দ্র সরকার, এডভোকেট বিজিত লাল তালুকদার, এডভোকেট গিয়াস উদ্দিন আহমদ, এডভোকেট মো সাজ্জাদুর রহমান চেীধুরী। খেলার সমাপনী অনুষ্ঠানে পুরস্কার বিতরণ করবেন জেলা ও দায়রা জজ বজলুর রহমান।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর