ঢাকা ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:০৩ অপরাহ্ণ, নভেম্বর ১৯, ২০১৮
ডেস্ক প্রতিবেদন
পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী উপলে আগামী ২১ নভেম্বর (বুধবার) শিা প্রতিষ্ঠানে ওয়াজ মাহফিল ও আলোচনা সভা আয়োজনের নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
১৯ নভেম্বর, সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিা বিভাগ থেকে এ সংক্রান্ত চিঠি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে পাঠানো হয়েছে।
যদিও ২০১৮ খ্রিস্টাব্দের ছুটির তালিকা অনুযায়ী এদিন শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি থাকার কথা।
চিঠিতে ১২ রবিউল আউয়াল পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী উদযাপন উপলে আগামী ২১ নভেম্বর সরকারি-বেসরকারি স্কুল ও কলেজে ওয়াজ মাহফিল ও আলোচনা সভা আযোজনে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরকে বলা হয়েছে।
এ ক্ষেত্রে হযরত মুহাম্মদ(সা.) এর জীবন ও কর্মের ওপর, বিশেষ করে ইসলামের শান্তি, প্রগতি. সৌহার্দ, সহিষ্ণুতা, বিশ্ব ভ্রাতৃত্ব, মানবাধিকার, নারীর মর্যাদা ইত্যাদি বিষয়ের ওপর আলোচনা সভার আয়োজন নির্দেশনা দিয়েছে মন্ত্রণালয়।
গতকাল (১৮ নভেম্বর) ধর্ম বিষয়ক মন্ত্রণালয় থেকে শিক্ষা মন্ত্রণালয়ে এ সংক্রান্ত চিঠি পাঠিয়ে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী উদযাপন উপলে শিক্ষা প্রতিষ্ঠানে কর্মসূচির আয়োজন করতে বলা হয়।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech