ঢাকা ১২ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৪২ অপরাহ্ণ, ডিসেম্বর ১৯, ২০২০
জকিগঞ্জ প্রতিনিধি
তফসিল ঘোষণার পর প্রার্থীদের তৎপরতা বেড়েছে সিলেটের জকিগঞ্জে। ৩য় ধাপে দেশের ৬৪ পৌরসভার সাথে জকিগঞ্জের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। তফসিল অনুযায়ী ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ৩০ জানুয়ারী, মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ আগামী ৩১ ডিসেম্বর এবং মনোনয়নপত্র বাছাই করা হবে আগামী বছরের ৩ জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহার করা যাবে ১০ জানুয়ারি পর্যন্ত।
মাস দুয়েক আগ থেকেই ঘরোয়াভাবে নির্বাচনী প্রচারণা এবং উঠান বৈঠকে অনেককে দেখা গেলেও তফসিল ঘোষণার পর বেড়েছে প্রার্থীদের দৌড়ঝাঁপ। পৌর এলাকাজুড়ে এখন প্রার্থীদের নাম ও ছবি সংবলিত ব্যানার-ফেস্টুনের দখলদারী। ইতোমধ্যে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন অনেকে। উপজেলা নির্বাচন কর্মকর্তা শাদমান সাকীব চলমান বার্তাকে জানান- ১৮ ডিসেম্বর পর্যন্ত মনোনয়নপত্র গ্রহণ করেছেন ৫জন কাউন্সিলর পদপ্রার্থী, ১জন সংরক্ষিত মহিলা আসনের সদস্য ও ১জন মেয়র পদপ্রার্থী।
এবারের নির্বাচনে জকিগঞ্জ পৌরসভায় মেয়র পদে ডজনখানিক প্রার্থী এবং কাউন্সিলর পদে যৌথভাবে অর্ধশতাধিক প্রার্থী অংশ নেয়ার গুঞ্জন রয়েছে। তবে মেয়র পদে আওয়ামীলীগের সম্ভাব্য প্রার্থীদের মধ্যে রয়েছেন বর্তমান মেয়র বীর মুক্তিযোদ্ধা মো.খলিল উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম আহবায়ক ফারুক আহমদ, উপজেলা যুবলীগের আহবায়ক সাবেক কাউন্সিলর আব্দুল আহাদ, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম, সাবেক ভারপ্রাপ্ত মেয়র বাবুল হোসেইন। বিএনপির সম্ভাব্য প্রার্থীদের মধ্যে সাবেক উপজেলা চেয়ারম্যান ও পৌর বিএনপির আহবায়ক ইকবাল আহমদ, পৌরসভা বিএনপির সাবেক সভাপতি বদরুল হক বাদল, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন হিরা, সাবেক কাউন্সিলর হোসনে জাহান রিনা। জাতীয় পার্টির সম্ভাব্য প্রার্থী হিসেবে সাবেক মেয়র আব্দুল মালেক ফারুক, আল ইসলাহ সমর্থিত প্রার্থী হিসেবে পৌর আল ইসলাহর সভাপতি মাওলানা কাজী হিফজুর রহমান এবং সোনার বাংলা সমবায় সমিতির সভাপতি মো. জাফরুল ইসলাম প্রার্থী হতে পারেন। দৌড়ঝাঁপে অনেককে দেখা গেলেও কারা লড়ছেন নির্বাচনে, কারা পাচ্ছেন দলীয় মনোনয়ন তা দেখার অপেক্ষায় পৌরসভার নাগরিকরা। উল্লেখ্য, জকিগঞ্জ পৌরসভার মোট ভোটার ১২হাজার ৩৪৫ জন। পুরুষ ৬হাজার ৩জন এবং নারী ৬হাজার ৩৪২জন।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech