নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত হয়েছে : সিইসি

প্রকাশিত: ৪:৪৫ অপরাহ্ণ, নভেম্বর ২৪, ২০১৮

নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত হয়েছে : সিইসি

ডেস্ক প্রতিবেদন
জাতীয় নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা হয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। পুলিশ ইসির নির্দেশে কাজ করছে জানিয়ে তিনি বলেন, বিনা কারণে কাউকে গ্রেফতার করা হচ্ছে না।

শনিবার সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের ব্রিফিং শেষে সাংবাদিকদের এ কথা বলেন সিইসি। একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচন ভবনে সকাল সাড়ে ১০টায় শুরু হয় নির্বাহী ম্যাজিস্ট্রেটদের সঙ্গে নির্বাচনের আচরণবিধি নিয়ে কমিশনের ব্রিফিং।

তিন ধাপের প্রথম ধাপে আজ ব্রিফিং এ অংশ নিয়েছেন, ঢাকা ও ময়মানসিংহ বিভাগের পাশাপাশি কুমিল্লা জেলার ২২২ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট। প্রধান নির্বাচন কমিশনারসহ অন্য চার কমিশনার ও ইসি সচিব এসময় উপস্থিত ছিলেন।

সিইসি তার ব্রিফিংয়ে সুষ্ঠু নির্বাচনের স্বার্থে প্রিজাইডিং অফিসার ও সহকারী প্রিজাইডিং অফিসারদের সব ধরনের সহায়তার আশ্বাস দেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর