৬ আসনের সব কেন্দ্রেই ইভিএম

প্রকাশিত: ৪:৪৭ অপরাহ্ণ, নভেম্বর ২৪, ২০১৮

৬ আসনের সব কেন্দ্রেই ইভিএম

ডেস্ক প্রতিবেদন
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ছয়টি আসনের সবগুলো কেন্দ্রে পরীামূলক ইভিএম ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ইসি সচিবালয়ের সভাকে প্রধান নির্বাচন কমিশনারের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে। শনিবার সন্ধ্যায় ইসির বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন ইসি সচিব হেলালুদ্দীন আহমদ।

তিনি জানান, এই ছয়টি আসনের সবগুলোই হবে শহর এলাকাতে। তবে কোন কোন আসনে ইভিএম ব্যবহার করা হবে তা ২৮ নভেম্বর নির্ধারণ করা হবে।

ইসি সচিব বলেন, ৩০০ আসনের মধ্যে ছয়টি আসনে ইভিএম ব্যবহার করা হবে বলে বৈঠকে সিদ্ধান্ত নেয়া হয়েছে। এই ছয়টি আসনের সবগুলো কেন্দ্রেই ইভিএম ব্যবহার করা হবে। দৈবচয়নের ভিত্তিতে এই ছয়টি আসন নির্ধারণ করা হবে। এই আসনগুলো হবে সিটি করপোরেশন ও শহর এলাকায়।

২৮ নভেম্বর সাংবাদিকদের সামনে দৈবচয়নের ভিত্তিতে এই আসনগুলো নির্ধারণ করা হবে বলেও জানান তিনি।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর