ঢাকা ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৫২ অপরাহ্ণ, নভেম্বর ২৫, ২০১৮
ডেস্ক প্রতিবেদন
ঐক্যমত্যের ভিত্তিতে আগামী বুধবারের আগেই তিনশ আসনে জাতীয় ঐক্যফ্রন্টের সম্মিলিত প্রার্থী চূড়ান্ত হবে বলে জানিয়েছেন ফ্রন্টের মুখপাত্র ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রোববার দুপুরে রাজধানীর মতিঝিলে জাতীয় ঐক্যফ্রন্টের প্রধান নেতা ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনের চেম্বারে বৈঠকের পর এ কথা জানান তিনি।
মির্জা ফখরুল বলেন, ‘গত চার দিন ধরে আমরা আমাদের দলের মনোনয়ন প্রত্যাশীদের সাাৎকার নিয়েছি। জাতীয় ঐক্যফ্রন্টের অন্যান্য দলের সাাৎকার নেওয়া হয়েছে। ২০ দলেরটা হয়েছে। এখন আমরা এটা চূড়ান্ত পর্যায়ে আনার জন্য তাদের সঙ্গে আলাপ-আলোচনা করে একটা ঐক্যমতে পৌঁছাবো বলে আশা করছি। ২৮ তারিখ মনোনয়নপত্র জমা দিতে হবে। তার আগেই এটা হবে।’
কবে নাগাদ চূড়ান্ত করতে পারবেন প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘২৮ তারিখের আগে মনোনয়ন চূড়ান্ত করতে হবে। মনোনয়নপত্র জমা দেবার শেষ দিন ২৮ তারিখ। তার আগে আমরা শেষ করবো। যদি প্রয়োজন হয় প্রত্যাহারের সময় থাকতে তা করতে পারবো আমরা।’
মির্জা ফখরুল ইসলাম বলেন, ‘আমরা বিশ্বাস করি, শেষ পর্যন্ত যদি নির্বাচনে থাকতে পারি, সরকার ও নির্বাচন কমিশন যদি সেখানে বড় রকমের বাধা না হয় তাহলে বিজয় আমাদের সুনিশ্চিত।’
এ সময় নির্বাচন কমিশনের ভূমিকার সমালোচনা করে জাতীয় ঐক্যফ্রন্টের এই মুখপাত্র বলেন, ‘নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার যে স্টেটমেন্ট দিয়েছেন পুলিশের সামনে তাদের মিটিংয়ের মধ্যে। দ্যাট ইজ এনাফ। প্রত্যেকটি দল, সুশীল সমাজ, যারা নির্বাচনী কাজ করছে তারা সবাই বলছেন যে, নির্বাচন কমিশন এখন পর্যন্ত তাদের নিরপেতাকে প্রমাণ করবার জন্য এমন কিছু কাজ করতে পারেনি।’
‘আমরা গায়েবী মামলার তালিকা দিলাম এখন পর্যন্ত তারা কিছুই করতে পারেনি। আমরা যে সমস্ত কর্মকর্তাদেরকে সরিয়ে দেওয়ার কথা বলেছিলাম, সে সম্পর্কে সিইসি বলে দিয়েছেন বদল হবে না। কালকে যেটা তিনি বলেছেন অত্যন্ত মারাত্মক কথা। পুলিশ আমাদের নিয়ন্ত্রণে আছে, আমাদের অধীনে আছে, যা করছে আমাদের নির্দেশেই করছে। তাহলে যত গায়েবী মামলা, যত হয়রানি সব তাদের নির্দেশে হচ্ছে? তাহলে তো লেভেল প্ল্যায়িং ফিল্ড তৈরি হলো না। তারপরেও আমরা নির্বাচনের কাজ করছি এবং শেষ পর্যন্ত সেই লড়াই করে যাবো।’
গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনের সভাপতিত্বে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও কৃষক শ্রমিক জনতা লীগের কাদের সিদ্দিকী, গণফোরামের মোস্তফা মহমিন মন্টু, সুব্রত চৌধুরী, জাতীয় ঐক্য প্রক্রিয়ার সুলতান মো. মনসুর উপস্থিত ছিলেন।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech