ঢাকা ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:২২ অপরাহ্ণ, নভেম্বর ২৬, ২০১৮
ডেস্ক প্রতিবেদন
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহারের জন্য ৬টি আসনের নাম ঘোষণা করেছে নির্বাচন কমিশন।
সোমবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ ৬ আসনের নামগুলো ঘোষণা করেন।
নির্বাচন কমিশন কার্যালয়ে দৈবচয়নের মাধ্যমে বাছাই করা আসন ৬টি হলো- ঢাকা-৬, ১৩ চট্টগ্রাম-৯, রংপুর-৩, খুলনা-২, সাতীরা-২।
৪৮টি আসন বাছাই করা হয়েছিল। এই ৪৮টি আসন থেকে দৈবচয়নের মাধ্যমে এই ৬টি আসন বেছে নেওয়া হয়েছে।
এর আগে ইসির যুগ্ম সচিব এসএম আসাদুজ্জামান স্বারিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, ‘আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৬টি সংসদীয় আসনে সম্পূর্ণভাবে ইভিএমে ভোটগ্রহণ করা হবে। সিটি করপোরেশন এবং জেলা সদর সংশ্লিষ্ট ৪৮ আসনের মধ্যে থেকে দৈবচয়নের মাধ্যমে ওই ৬টি আসন নির্ধারণ করা হবে। সোমবার বিকেল ৫টায় সাংবাদিকদের উপস্থিতিতে নির্বাচন কমিশন সচিবালয়ের সম্মেলন কে কম্পিউটার প্রোগ্রামের মাধ্যমে দৈবচয়ন অনুষ্ঠিত হবে।’
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech