ঢাকা ৯ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৪২ অপরাহ্ণ, নভেম্বর ২৬, ২০১৮
নিজস্ব প্রতিবেদন
জৈন্তাপুর উপজেলার ফেরিঘাট এলাকা থেকে সাড়ে ৫হাজার পিস ইয়াবাসহ সুমন আহমদ ওরফে মাছুম(১৯) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটেলিয়ান (র্যাব)-৯’র সিলেট ক্যাম্পের একটি অভিযানিক দল।
রোববার রাত ১০টার দিকে তাকে আটক করা হয়। অভিযানকালে তার সাথে থাকা অপর দুই মাদক ব্যবসায়ী কৌশলে পালিয়ে যায়।
আটক মাদক ব্যবসায়ী সুমন আহমদ ওরফে মাছুম(১৯) জৈন্তাপুর উপজেলার রূপচেং গ্রামের মৃত তেরা মিয়ার ছেলে।
সোমবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান ব্যাব ৯ এর মিডিয়া অফিসার মো. মনিরুজ্জামান।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, উদ্ধারকৃত ইয়াবাসহ আটক সুমন আহমদকে জৈন্তাপুর থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়া পলাতক অপর দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে র্যাব।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech