ঢাকা ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:০৭ অপরাহ্ণ, নভেম্বর ২৭, ২০১৮
ডেস্ক প্রতিবেদন
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোয়নপত্র দাখিলকারী প্রার্থীদের সম্পদ বিবরণী দুর্নীতি দমন কমিশন (দুদক) পর্যবেণ করবে বলে জানিয়েছেন দুদকের চেয়ারম্যান ইকবাল মাহমুদ।
মঙ্গলবার নিজ কার্যালয় থেকে বের হওয়ার সময় অপেমাণ সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে দুদক চেয়ারম্যান এ কথা বলেন।
ইকবাল মাহমুদ বলেন, ‘দেশের নির্বাচন পরিচালনার দায়িত্ব সাংবিধানিক প্রতিষ্ঠান নির্বাচন কমিশনের। আমার বিশ্বাস নির্বাচন কমিশন বিষয়টি দেখবে। নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের সময় হলফনামার মাধ্যমে প্রার্থীদের নিজের এবং পোষ্যদের সম্পদ বিবরণী দাখিলের বিষয়টি বাধ্যতামূলক। এেেত্র হলফনামায় অবৈধ সম্পদের কোনো বিষয় থাকলে বিষয়টি দুদকের তফসিলভুক্ত বিধায়, মনোয়নপত্র দাখিলকারী প্রার্থীদের সম্পদ বিবরণী দুদক পর্যবেণ করবে।’
সে সময় সাংবিধানিক বা বিধিবদ্ধ কোনো সংস্থার কাছে অসত্য তথ্য না দিতে সবার প্রতি আহ্বান জানান তিনি।
ইকবাল মাহমুদ বলেন, ‘আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, কোনো প্রার্থী সরকার বা সাংবিধানিক বা বিধিবদ্ধ কোনো সংস্থার কাছে অসত্য তথ্য দেবেন না। প্রার্থীদের দেওয়া এ সকল তথ্য দুদক সংগ্রহের চেষ্টা করবে এবং জাতীয় রাজস্ব বোর্ডসহ যে সকল সংস্থা সম্পদ সংক্রান্ত বিষয়গুলো দেখভাল করে তাদের নিকট থেকেও তথ্য সংগ্রহ করা হবে। এগুলো যাচাই-বাছাই করা হবে।’
অপর এক প্রশ্নের জবাবে দুদক চেয়ারম্যান বলেন, ‘দেশের মানুষ সৎ ও নৈতিকতাসম্পন্ন নেতৃত্ব প্রত্যাশা করে। দুর্নীতির বিরুদ্ধে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। তা না হলে দেশের অগ্রগতিকে টেকসই করা যাবে না। এেেত্র দুদক আইন অনুসারে দায়িত্ব পালন করবে।’
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech