ঢাকা ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৪০ অপরাহ্ণ, নভেম্বর ২৬, ২০২২
জুড়ী সংবাদদাতা
মৌলভীবাজারের জুড়ীতে ঐতিহ্যের পলোবাইচ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ নভেম্বর) দুপুরে জুড়ী নদীর কন্টিনালা অংশে এ উৎসব অনুষ্ঠিত হয়। উপজেলার জায়ফরনগর ইউনিয়নের চেয়ারম্যান মাসুম রেজা এ প্রতিযোগিতার উদ্বোধন করেন। এসময় স্থানীয় ইউপি সদস্য আবুল কাশেম, আব্দুল জব্বার, কামরুল হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।
এসময় মাসুম রেজা বলেন, পলো দিয়ে মাছ ধরা গ্রামবাংলার এক চিরচেনা উৎসব। কিন্তু এখন আর এ উৎসব চোখে পড়ে না। গ্রামে বিভিন্নভাবে মাছ ধরার ব্যাপারটা ছিল অনাবিল এক আনন্দের উৎসব। চারবছর ধরে জায়ফরনগর ইউনিয়নে পলো উৎসবের আয়োজন করা হয়।
বেলাগাঁও গ্রামের ব্যবসায়ী হেলাল খান জানান, দীর্ঘদিন প্রবাসে ছিলাম। বাড়িতে এসে শখের বসে পলোবাইচে আসলাম। পলো দিয়ে মাছ শিকারের আনন্দই আলাদা। নির্ধারিত দিনে শত শত লোক পলো, জাল, দঁড়িসহ মাছ শিকারের বিভিন্ন উপকরণ নিয়ে দলবদ্ধ হয়ে নদীতে হাজির হন। উৎসবকে কেন্দ্র করে নদীর দু-পাড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।
শিকারিদের অনেকে বোয়াল, আইড়, শোল, গজারসহ বিভিন্ন জাতের মাছ ধরেন। একজনের পলোতে মাছ ধরা পড়ার সঙ্গে সঙ্গে তার আনন্দে শরিক হন অন্যরাও।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech