ঢাকা ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৪৫ অপরাহ্ণ, ডিসেম্বর ৩, ২০১৮
ডেস্ক প্রতিবেদন
পাবনা সদর উপজেলার ভাঁড়ারায় আওয়ামী লীগের দু‘গ্রুপের সংঘর্ষে ২ জন নিহত ও ১০ জন গুলিবিদ্ধসহ আহত হয়েছে।
সোমবার সন্ধ্যায় সুলতান ও আক্কাস গ্রুপের মধ্যে এলাকার আধিপত্য বিস্তার নিয়ে এই সংঘর্ষের সূত্রপাত ঘটে।
সংঘর্ষে সুলতান খাঁর বাবা লস্কর খাঁ (৭০) এবং একই গ্রুপের মালেক সেখ (৪০) নিহত হয়েছে। নিহত মালেক সেখ ভাউডাঙ্গা আওরঙ্গবাদের আহেদ আলীর ছেলে এবং লস্কর খাঁ মৃত গয়ের খাঁর ছেলে।
পাবনা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ইবনে মিজান এই সংঘর্ষের তথ্য নিশ্চিত করে করেছেন।
ভাঁড়ারা ইউনিয়নের চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা আবু সাঈদ জানান, আসন্ন নির্বাচনে এলাকার পরিবেশ নষ্ট করার জন্য সুলতান গ্রুপ এ সব কর্মকা- করছে। তিনি দাবী করেন সুলতান কখনো আওয়ামী লীগ করেনি এবং জাসদের সমর্থক।
স্থানীয়রা জানান, উভয় গ্রুপের সংঘর্ষে ব্যাপক গুলাগুলি করেছে। সংঘর্ষে প্রায় ১০/১৫ জন গুলিবিদ্ধসহ আহত হয়েছে। আহতরা সবাই পুলিশী ঝামেলা এড়াতে অজ্ঞাত স্থানে চিকিৎসা নিচ্ছেন বলে স্থানীয় বিভিন্ন সুত্রে জানা গেছে।
এঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
অতিরিক্ত পুলিশ সুপার ইবনে মিজান জানান, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে বর্তমান পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech